তথ্যপ্রযুক্তি

“হংমেং” নামের নিজস্ব অপারেটিং সিস্টেম আনছে হুয়াওয়ে

ঢাকা অর্থনীতি ডেস্কঃ সম্প্রতি হুয়াওয়েকে যুক্তরাষ্ট্র ‘কালো তালিকাভুক্ত’ করেছে, এর ফলে সরকারি লাইসেন্স ছাড়া মার্কিন সংস্থা থেকে প্রযুক্তিসেবা নেওয়ার পথ বন্ধ করা হয় হুয়াওয়ের জন্য।

এর প্রেক্ষিতে গত রোববার (১৯ মে) গুগল জানায়, তারা হুয়াওয়ের সব নতুন ডিভাইসে আপডেট দেয়া বন্ধ করে দেবে। এর ফলে হুয়াওয়ের ভবিষ্যৎ ক্রেতাদের ক্ষেত্রে কী ঘটবে তা নিয়ে সংশয় দেখা দেয়।

মার্কিন সরকার মনে করে, হুয়াওয়ে চীন সরকারের হয়ে গুপ্তচরবৃত্তির সঙ্গে জড়িত। তাই স্বাভাবিকভাবে বেশ কয়েক মাস ধরেই আগাম প্রস্তুতি নিচ্ছিল হুয়াওয়ে। সেটারই প্রমাণ মেলে গত মার্চ মাসে।

হুয়াওয়ের সিইও রিচার্ড ইউ তখন জানিয়েছিলেন, তার প্রতিষ্ঠান তাদের নিজস্ব অপারেটিং সিস্টেম ডেভেলপড করেছে। যুক্তরাষ্ট্রের দিক থেকে ভবিষ্যৎ ধাক্কার কথা মাথায় রেখেই তারা এই প্রস্তুতি নিচ্ছেন বলে জানান তিনি।

হুয়াওয়ের ডেলেলপড করা এই অপারেটিং সিস্টেমের নাম “হংমেং”। ২০১২ সাল থেকেই এই অপারেটিং সিস্টেমটির উন্নয়ন করে যাচ্ছে হুয়াওয়ে। জানা গেছে, অনেকটা গোপনেই নিজেদের মোবাইল ফোনে এই অপারেটিং সিস্টেম ব্যবহার করছে চীনা এই প্রযুক্তি প্রতিষ্ঠানটি।

Related Articles

Leave a Reply

Close
Close