দেশজুড়ে

অপপ্রচার বন্ধ না করলে আইনের আশ্রয় নিবেন তাহেরী!

ঢাকা অর্থনীতি ডেস্কঃ  আলোচিত ও সমালোচিত বক্তা মুফতি মুহম্মদ গিয়াস উদ্দিন আত তাহেরী বলেছেন আমি এখন ওয়াজ মাহফিলে প্রকাশ্যে চা খাই না। চা খেলে আবার কোন সমালোচনায় পড়ি। এই ভয়ে এখন আর মাহফিলে চা খাই না।

 
এ সময় তিনি আক্ষেপ করে বলেন, একটি মাহফিলে ২/৩ ঘণ্টা কথা বলতে হয়। কথা বলতে বলতে গলা শুকিয়ে যায়। তারপরও এখন আর প্রকাশ্যে চা খাই না। কাউকে চা খাবেন, বলিও না।
 
বৃহস্পতিবার বিকালে হবিগঞ্জ জেলার মাধবপুরে নোয়াপড়া গ্রামে রায়হানীয়া দরবার শরীফে একটি টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই কথা বলেন।
 
তাহেরী বলেন, আমার বক্তব্যগুলো খণ্ডিত ও বিকৃত করে প্রকাশ করা হয়। পুরো বক্তব্য প্রকাশ করা হয় না। তার জন্য দায়ী কিছু ইউটিউব ভিত্তিক চ্যানেল। যারা অর্থ উপার্জন ও জনপ্রিয়তার জন্য এই কাজ গুলো করছে।
 
তিনি বলেন, কমপক্ষে ১৫টি ইউটিউব চ্যানেল আমি ইতিমধ্যে শনাক্ত করেছি, যারা আমার বিরুদ্ধে নিয়মিত অপপ্রচার চালিয়ে যাচ্ছেন।
 
এসময়, আগামী ১০ দিনের মধ্যে এসব অপপ্রচার বন্ধ না করলে তিনি আইনের আশ্রয় নিবেন বলেও হুঁশিয়ারি দেন।
/আরকে

Related Articles

Leave a Reply

Close
Close