তথ্যপ্রযুক্তি

হোয়াটসঅ্যাপে নতুন চমক আনছে মেটা

ঢাকা অর্থনীতি ডেস্কঃ মেসেজিং প্লাটফর্ম হোয়াটসঅ্যাপে প্রতিনিয়ত নতুন চমক আনছে মালিকানাধীন প্রতিষ্ঠান মেটা। তবে মেসেজিং অ্যাপটির কিছু টোটকা জানা থাকলে বাড়তি সুবিধাও পাবেন। যেমন, ফোন নম্বর সেভ না করেও হোয়াটসঅ্যাপে চ্যাট করা সম্ভব।

সামান্য কৌশলেই পাওয়া যাবে এই সুবিধা। কনট্যাক্ট লিস্টে না থাকা ব্যক্তিদের হোয়াটসঅ্যাপে সহজেই পাঠাতে পারবেন মেসেজ। জেনে নিন পদ্ধতি-

* প্রথমে আপনার ব্রাউজার খুলুন, তারপর “https://wa.me/phonenumber”-এ যান।

* URL-এ আপনি যে হোয়াটসঅ্যাপ নম্বরটির সঙ্গে চ্যাট করতে চান, তার সঙ্গে যোগাযোগ করুন। উদাহরণস্বরূপ বলা যেতে পারে- আপনি যদি 9999999999 নম্বরের সাথে চ্যাট করতে চান তবে “https://wa.me/889999999999” লিখতে হবে; নম্বরগুলোর জন্যও আপনাকে একটি কোড দিতে হবে। ঠিক যেমন বাংলাদেশে নম্বরগুলোর আগে আমরা 88 সংখ্যা রাখি।

* এখানে এন্টার ক্লিক করার পরে আপনি একটি সবুজ Continue to Chat নতুন হোয়াটসঅ্যাপ পেজ দেখতে পাবেন।

* এই পর্বে Continue to Chat ক্লিক করলে একটি পপ আপ দেখবেন। এখানে আপনাকে WhatsApp desktop app-এ চ্যাট করার কথা বলা হবে। এই পপ আপের মধ্যে এবার “Open WhatsApp”-এ ক্লিক করুন।

* এবার চ্যাট শুরু করতে পারেন।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close