বিশ্বজুড়ে

ঘূর্ণিঝড়ে প্রাণ গেল ৫০ জনের

ঢাকা অর্থনীতি ডেস্ক: একাধিক ঘূর্ণিঝড়ে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে যুক্তরাষ্ট্রের কেন্টাকি। শুক্রবার (১০ ডিসেম্বর) গভর্নর অ্যান্ডি বেশেয়ার জানান, ঘূর্ণিঝড়ে অন্তত ৫০ জনের মৃত্যু হয়েছে।

এই ঘূর্ণিঝড়কে কেন্টাকির ইতিহাসে ভয়াবহতম ঘূর্ণিঝড় আখ্যা দিয়ে তিনি বলেন, আমরা ধারণা করছি এই ঘটনায় কেন্টাকির ৫০ নাগরিকের মৃত্যু হয়েছে। এই সংখ্যা বেড়ে ৭০ থেকে ১০০ জনও হতে পারে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে চারটি পৃথক ঘূর্ণিঝড় কেন্টাকিতে আঘাত হেনেছে। এর মধ্যে একটি ২০০ মাইলজুড়ে স্থলে অবস্থান করে। বেশেয়ার আরও জানান, অন্তত ১৫টি কাউন্টিতে ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।

সিএনএনকে তিনি জানান, সবচেয়ে খারাপ দশা হয়েছে গ্রেভস কাউন্টির মেফিল্ডে। বেশেয়ার বলেন, মেফিল্ডে একটি কারখানার ছাদ ধসে পড়েছে। এতেই সবচেয়ে বেশি মানুষ হতাহত হয়েছেন।

ওই এলাকায় পান করার পানির সঙ্কট দেখা দিয়েছে। আক্রান্ত এলাকায় ন্যাশনাল গার্ড মোতায়েন করে শুক্রবার রাতেই জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের পাঁচটি রাজ্য আরকানসাস, ইলিনয়, কেন্টাকি, মিসৌরি এবং টিনেসির ওপর দিয়ে কমপক্ষে ২৪টি ঘূর্ণিঝড় বয়ে যায়। সূত্র- সিএনএন

Related Articles

Leave a Reply

Close
Close