তথ্যপ্রযুক্তি

২০৩০ সালের মধ্যে চাঁদে বসবাস করবে মানুষ

ঢাকা অর্থনীতি ডেস্ক: নাসার আর্টেমিস রকেটের সফল উৎক্ষেপণের পর প্রতিষ্ঠানটির ওরিয়ন চন্দ্র মহাকাশযান প্রোগ্রামের প্রধান হাওয়ার্ড হু বলেছেন, ২০৩০ সালের মধ্যে মহাকাশচারীরা চাঁদে বসবাস ও কাজ করতে পারবেন। খবর দ্য গার্ডিয়ানের।

রোববার (২০ নভেম্বর) বিবিসির সান্ডে ইউথ লরা কুয়েনসবার্গ’র অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। বলেন, অবশ্যই, এই দশকে আমরা চাঁদের ভূপৃষ্ঠে থাকব। সেখানে আমাদের থাকার ব্যবস্থা থাকবে, মাটিতে রোভার থাকবে। আমরা খুব শিগগিরই চাঁদে মানুষ পাঠাবো এবং তারা সেখানে আরও গবেষণা করবে।

গেলো ফেব্রুয়ারিতে হু’কে মহাকাশে ব্যাপক গবেষণার জন্য দায়িত্ব দেয়া হয়। অনুষ্ঠানে তিনি বলেন, গভীর মহাকাশ অনুসন্ধানে এটি আমাদের দীর্ঘমেয়াদী প্রথম পদক্ষেপ। এই পদক্ষেপ শুধু মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য গোটা বিশ্বের জন্য গৌরবের। আরও বলেন, আমরা এমন একটি মহাকাশ যান নিয়ে কাজ করছি যা মানুষকে নিরাপদে চাঁদে নিয়ে অবতরণ করবে।

নাসা চন্দ্রাভিযানকে আরও উচ্চাভিলাষী হিসেবে প্রমাণ করতে চায়। তারা চাঁদের পর মঙ্গলে মানূষ প্রেরণ করতে চায় বলেও জানায়।

Related Articles

Leave a Reply

Close
Close