বিশ্বজুড়ে

মেক্সিকোতে সন্ত্রাসীদের গুলিতে ১৪ পুলিশ কর্মকর্তা নিহত

ঢাকা অর্থনীতি ডেস্ক: মেক্সিকোতে বন্দুকধারীদের গুলিতে কমপক্ষে ১৪ পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার (১৪ অক্টোবর) মেক্সিকোর পশ্চিমাঞ্চলীয় রাজ্য মিকোচানে এ গোলাগুলি ঘটনা ঘটে। অপরাধীদের অভয়ারণ্য হিসেবে পরিচিত এ এলাকা। জানা গেছে, এ ঘটনায় আহত হয়েছেন আরও তিন জন। সূত্র গার্ডিয়ান ও বিবিসি।

মিকোচানের নিরাপত্তা বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, পুলিশ অভিযানে গেলে তাদের ওপর অতর্কিত হামলা করে বন্দুকধারীরা। এলোপাতাড়ি গুলিতে ১৪ জন্য পুলিশ অফিসার মারা যান। হামলাকারীদের ধরতে বিভিন্ন স্থানে চেক পয়েন্ট বসিয়েছে পুলিশ এবং শহরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

পুলিশের টহল গাড়িগুলো শহরের ভিতর দিয়ে যাওয়ার সময় হামলাটি হয়। সশস্ত্র ব্যক্তিরা বেশ কয়েকটি পিকআপ ট্রাকে করে এসে পুলিশ বহরটি ঘিরে ফেলে এবং কর্মকর্তাদের লক্ষ্য করে গুলি করে এরপর তাদের গাড়িগুলোতে আগুন ধরিয়ে দেয়।

এতে অন্তত ১৪ পুলিশ কর্মকর্তা নিহত ও অপর তিন কর্মকর্তা আহত হন।

প্রভাবশালী অপরাধী গোষ্ঠী হালিসকো নুয়েভা হেনেরাতিওন কার্টেল (সিজেএনজি) হামলাটি চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থলে রেখে যাওয়া একটি বার্তা থেকে হামলাকারী বন্দুকধারীরা সিজেএনজির সঙ্গে জড়িত বলে ধারণা করা হচ্ছে।

মিচোয়াকান পুলিশ কয়েকদিন আগে সিজেএনজির কথিত নেতাকে হত্যা করে।

Related Articles

Leave a Reply

Close
Close