দেশজুড়েপ্রধান শিরোনাম

৩৩ প্রতিষ্ঠানে পাস করেনি কেউ!

ঢাকা অর্থনীতি ডেস্ক: চলতি বছর জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষায় ৩৩ শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি।

তদন্ত করে এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

শিক্ষামন্ত্রী বলেন, যেসব শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কেউ পাস করতে পারেনি, সেই প্রতিষ্ঠানের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। এসব শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত হলে তাদের সুযোগ-সুবিধা বাতিল করা হবে।

ডা. দীপু মনি জানান, গতবারের চেয়ে শূন্য পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা ১০টি কমেছে। এবার ৩৩ প্রতিষ্ঠানের কেউ পাস করেনি। গত বছর এ সংখ্যা ছিল ৪৩টি।

অন্যদিকে বেড়েছে শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা। গত বছর শতভাগ পাস করা শিক্ষাপ্রতিষ্ঠান ছিল ৪ হাজার ৭৬৯টি। এবার এ সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ২৪৩টিতে।

এবার জেএসসি-জেডিসিতে পাসের হার ৮৭ দশমিক ৯০ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৭৮ হাজার ৪২৯ শিক্ষার্থী।

গত বছর পাসের হার ছিল ৮৫ দশমিক ৮৩ শতাংশ। এই হিসাবে গতবারের চেয়ে এবার বেড়েছে ২.০৭ শতাংশ।

/এনএ

Related Articles

Leave a Reply

Close
Close