শিক্ষা-সাহিত্য

৫০০-১০০০ টাকায় মেলে যেকোনো বোর্ড বা বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট

ঢাকা অর্থনীতি ডেস্কঃ ‘পাঁচশ থেকে এক হাজার টাকায় মেলে যেকোনো শিক্ষাবোর্ড বা বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট। আর সেটা পাবেন মাত্র ১০ মিনিটেই। ড্রাইভিং লাইসেন্স পেতে হলে অপেক্ষা করতে হবে ৩০ মিনিট। সব ফরমেটই রেডি থাকে; টাকা দিলেই মেলে এই নকল সার্টিফিকেট।’

কথাগুলো বলছিলেন হাটহাজারী উপজেলার নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেলে হাটহাজারী পৌর এলাকার আল মোস্তফা মার্কেটে এ অভিযান চালানো হয়। অভিযানে ‘সততা প্রিন্টার্স’ নামে একটি প্রেস থেকে জব্দ করা হয় জাল সার্টিফিকেট তৈরির সরঞ্জামসহ কম্পিউটার হার্ডডিক্স।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, ‘রোহিঙ্গাদের এনআইডি সরবরাহ চক্রের হোতাদের ধরতে অনেক আগ থেকেই উপজেলা সদরের কিছু প্রতিষ্ঠানের ওপর নজর রাখছিলাম। সেই অনুসন্ধানের একপর্যায়ে ‘সততা প্রিন্টার্স’ নামে একটি প্রেসের খোঁজ পাই, যেখানে নকল সার্টিফিকেট তৈরি হচ্ছিল।’

‘আজ (সোমবার) ওই প্রেসে অভিযান চালিয়ে সার্টিফিকেট তৈরির সরঞ্জামসহ কম্পিউটার হার্ডডিক্স জব্দ করা হয়েছে। জিজ্ঞাসাবাদে ওই দোকান মালিক মো. নজরুল ইসলাম স্বীকার করেন, বিভিন্ন সময় বিশ্ববিদ্যালয় ও কলেজ শিক্ষার্থীরা তাদের সার্টিফিকেট স্ক্যান করাতে এলে ওই সার্টিফিকেটের অতিরিক্ত কপি দোকানে রেখে দেয়া হয়। পরে ফটোশপে এডিট করে ওই সার্টিফিকেট অন্যের নামে পাঁচশ থেকে হাজার টাকায় বিক্রি করা হয়।’

তিনি জানান, ভ্রাম্যমাণ আদালত দোকান মালিক মো. নজরুল ইসলামকে ৫০ হাজার টাকা জরিমানা ও দোকান সিলগালা করে দিয়েছেন।

Related Articles

Leave a Reply

Close
Close