আমদানি-রপ্তানীশিল্প-বানিজ্য

৫ বছরে বেনাপোলে রফতানি বেড়েছে দ্বিগুণ

ঢাকা অর্থনীতি ডেস্কঃ কাস্টমস কর্মকর্তাদের পদক্ষেপে গেল ৫ বছরের ব্যবধানে বেনাপোল বন্দর দিয়ে ভারতে বাংলাদেশি পণ্যের রফতানি বেড়েছে দ্বিগুণ। বাড়ছে বৈদেশিক মুদ্রা আয় এবং কর্মসংস্থান। কদর বাড়ছে দেশি পণ্যের। তবে ভারত অংশে নিরাপত্তার নামে পণ্যবাহী ট্রাক তল্লাশি ও বিভিন্ন খাতে অতিরিক্ত অর্থ আদায়ে ব্যাহত হচ্ছে রফতানি কার্যক্রম।

দেশের স্থলপথে যে বাণিজ্য হয়, তার প্রায় ৭০ শতাংশই হয় বেনাপোল স্থলবন্দর দিয়ে। যোগাযোগ ব্যবস্থা সহজ হওয়ায় প্রথম থেকে এ পথে দুই দেশের ব্যবসায়ীরা বাণিজ্যে আগ্রহী। তবে ভারত অংশে নানা হয়রানির কারণে ব্যাহত হয় সম্ভাবনাময় এ বাণিজ্যিক কার্যক্রম।

তারা বলেন, অবৈধ বাণিজ্য আর খামাখা তল্লাশি কমালো অনেক ভালো হতো। ভারত অংশে অবকাঠামো উন্নয়ন আর হয়রানি কমলে বাণিজ্য আরও গতিশীল হবে বলে মনে করেন ব্যবসায়ীরা।

এদিকে, হয়রানি বন্ধে প্রয়োজনীয় হস্তক্ষেপের আশ্বাস দিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ।

বেনাপোল বন্দর দিয়ে প্রতিবছর প্রায় ৭ হাজার কোটি টাকার দেশি পণ্য ভারতে রফতানি হয়। ২০১৮-১৯ অর্থবছরে এ বন্দর দিয়ে ১৮ লাখ ৫১ হাজার টনের পণ্য রফতানি হয়েছে। এরমধ্যে রয়েছে পাটজাত পণ্য, তৈরি পোশাক, প্লাস্টিক ডাস্টসহ আরও অনেক পণ্য।

Related Articles

Leave a Reply

Close
Close