খেলাধুলা

ছক্কা দিয়ে গেইলের আরেকটি বিশ্বরেকর্ড

ঢাকা অর্থনীতি ডেস্কঃ ক্রিস গেইল মানেই ছক্কার ফুলঝুরি। আর এই ছক্কা দিয়েই বিশ্বকাপে নতুন বিশ্বরেকর্ড গড়লেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং এই ব্যাটসম্যান।

শুক্রবার (১ জুন) পাকিস্তানের বিপক্ষে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে তিনটি ছক্কা মেরে সর্বোচ্চ ৪০টি ছক্কা পূর্ণ করলেন তিনি। আর পেছনে ঠেলে দিলেন আরেক মারকুটে ব্যাটসম্যান এবিডি ভিলিয়ার্সকে। ৪০টি ছক্কা মারতে বিশ্বকাপে মোট ২৭টি ম্যাচ খেলেছেন ক্রিস গেইল। আর দ্বিতীয় স্থানে থাকা ভিলিয়ার্সের মোট ছক্কা ৩৭টি। তবে ম্যাচ খেলেছেন গেইলের থেকে কম। বিশ্বকাপে মাত্র ২৩টি ম্যাচে খেলেই ৩৭টি ছয় ভিলিয়ার্সের।

অন্যদিকে আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফরম্যাট মিলিয়ে ১৯ হাজার রান পূর্ণ করেছেন এই ব্যাটিং দানব। ১৯ হাজারে ঢুকতে গেইলের দরকার ছিল মাত্র ৮ রান। গতকাল পাকিস্তানের বিপক্ষে ফিফটি হাঁকিয়ে এই কীর্তি গড়েন গেইল।

শুক্রবার (১ জুন) নটিংহামে অনুষ্ঠিত ম্যাচে প্রতিপক্ষের ছোট সংগ্রহ তাড়া করতে নেমে মোটেও বেগ পেতে হয়নি ওয়েস্ট ইন্ডিজের। ওপেনার ক্রিস গেইল ৫০ রানের রানের চমৎকার একটি ইনিংস খেলে দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন। ৩৪ বলে ছয় চার ও তিন ছক্কায় এই ইনিংসটি খেলেন তিনি।

Related Articles

Leave a Reply

Close
Close