দেশজুড়ে

কাশিমপুরে ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

আব্দুল কাইয়ুম,নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ পুলিশের আইজিপি ড. বেনজীর আহমেদের নির্দেশনায় সারাদেশের ন্যায় কাশিমপুর থানার ৪নং বিটে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে ধর্ষণ ও নারী নির্যাতনের বিরোধী ও জনসচেতনতা তৈরির লক্ষ্যে পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে

আজ শনিবার (১৭ অক্টোবর) সকালে কাশিমপুর ৪নং ওয়ার্ডে ধর্ষন ও নারী নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। এ কার্যক্রম পরিচালনা করেন গাজীপুর মেট্রোপলিটন কাশিমপুর থানার উপ-পরিদর্শক(এস আই)তাপস কুমার।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক) নজরুল ইসলাম খান।

এসময় তিনি জানান, জনগণের ঘরে ঘরে পুলিশী সেবা পৌঁছে দিতে শুরু হয়েছে বিট পুলিশিং কার্যক্রম।ধর্ষন ও নারী নির্যাতন প্রতিরোধে সবাইকে একযোগে কাজ করতে হবে।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-কাশিমপুর থানা আওয়ামীলীগের সভাপতি ও ৪নং ওয়ার্ডের সভাপতি,সাধারন সম্পাদক ও ৪নং ওয়ার্ডের কাউন্সিলর।

এছাড়াও আরও উপস্থিত ছিলেন ৪নং বিটে ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী সমাবেশে,সজিদের ইমাম, শিক্ষক, এনজিও কর্মী ও সম্মানিত ব্যক্তিবর্গসহ শিক্ষার্থীরা অংশগ্রহন করেন।

Related Articles

Leave a Reply

Close
Close