তথ্যপ্রযুক্তি
বিনা অনুমতিতে টিভিতে বিদেশি অনুষ্ঠান প্রচারে নিষেধাজ্ঞা
ঢাকা অর্থনীতি ডেস্কঃ অনুমতি ছাড়া কোনো টেলিভিশনে বিদেশি চ্যানেলের অনুষ্ঠান বা সিরিয়াল সম্প্রচার করা যাবে না।
বুধবার (১৪ আগস্ট) এক পত্রে এমনটি জানিয়েছে তথ্য মন্ত্রণালয়।
পত্রে বলা হয়, যথাযথ অনুমতি না নিয়ে কোনো কোনো টিভি চ্যানেল বিদেশি চ্যানেলের অনুষ্ঠান, বিদেশি সিরিয়াল, ডাবিংকৃত বিদেশি সিরিয়াল বা সেন্সরবিহীন সিনেমা সম্প্রচার বা প্রদর্শন করছে বলে তথ্য মন্ত্রণালয়ের দৃষ্টিগোচর হয়েছে। এ ধরনের সম্প্রচার বা প্রদর্শনের ক্ষেত্রে সব টেলিভিশন চ্যানেলকে আইন ও বিধি যথাযথ অনুসরণ করতে হবে।
পত্রে আরও বলা হয়, ক্যাবল টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা আইনের ১৯(১৪) ধারা অনুযায়ী বাংলাদেশের দর্শকদের উদ্দেশে বিদেশি চ্যানেলের কোনো অনুষ্ঠান, বিদেশি সিরিয়াল, ডাবিংকৃত বিদেশি সিরিয়াল ইত্যাদি সম্প্রচার বা প্রদর্শনের ক্ষেত্রে সরকারের অনুমতি গ্রহণের আবশ্যকতা রয়েছে। তথ্য মন্ত্রণালয়ের বিনা অনুমতিতে এরূপ প্রদর্শন ও সম্প্রচার আইনবহির্ভূত।