দেশজুড়ে

নিজের গুমের খবর দেখে থানায় হাজির তিনি

ঢাকা অর্থনীতি ডেস্কঃ পত্রিকায় নিজের গুম হওয়ার খবর দেখে রাজশাহীর বাঘা থানায় স্বেচ্ছায় হাজির হয়েছেন শ্রমিক আমিনুল ইসলাম। শুক্রবার সকালে তিনি থানায় হাজির হয়ে পুলিশকে লিখিতভাবে জানান, তিনি আসলে গুম হননি, কাজে গিয়েছিলেন।

পুলিশ ও আদালতসংশ্লিষ্ট সূত্রে জানা যায়, স্ত্রীর ওপর অভিমান করে আমিনুল ইসলাম ফরিদপুরে শ্রমিকের কাজে গিয়েছিলেন। আমিনুলের স্ত্রী জালেমা বেগম গত মঙ্গলবার তাঁর স্বামীকে হত্যার অভিযোগে প্রতিবেশী লালু মিয়ার বিরুদ্ধে রাজশাহী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান তালুকদার অভিযোগটি আমলে নিয়ে বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তদন্তের নির্দেশ দেন।

এ বিষয়ে বাঘা থানার ওসি নজরুল ইসলাম বলেন, আদালতের আদেশটি তিনি এখনো হাতে পাননি। এরই মধ্যে আমিনুল থানায় এসে বলেন, পত্রিকায় খবর বের হয়েছে তিনি গুম হয়েছেন। তিনি আসলে গুম হননি। কাজে গিয়েছিলেন।

ওসি আরও বলেন, আদালতের আদেশ তাঁরা পাননি। এরপরও আমিনুল ইসলাম লিখিত দিয়ে যান যে তিনি গুম হননি। আদালত থেকে নির্দেশ এলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেবেন।

#এমএস

Related Articles

Leave a Reply

Close
Close