করোনাস্বাস্থ্য

ইনসেপ্টা আনছে ৫ হাজার টাকা দামের করোনার ঔষধ

'রেমডিসিভির’ বাংলাদেশের বাজারে আনছে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস

ঢাকা অর্থনীতি ডেস্কঃ করোনাভাইরাস ডিজিজ বা কোভিড-১৯ প্রতিরোধে সাফল্য পাওয়া যুক্তরাষ্ট্রের অ্যান্টিভাইরাল ড্রাগ ‘রেমডিসিভির’ বাংলাদেশের বাজারে আনছে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস।

এই ওষুধটি তৈরি করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের বায়োফার্মাসিউটিক্যালস কোম্পানি জিলেড সাইন্স।

বৃহস্পতিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস।

এতে বলা হয়, বিভিন্ন ক্লিনিক্যাল ট্রায়ালে দেখা গেছে, ওষুধটি কোভিড-১৯ আক্রান্ত রোগীদের ক্ষেত্রে কার্যকর, বিশেষ করে যারা মারাত্মকভাবে আক্রান্ত।

এরই মধ্যে যুক্তরাষ্ট্রের যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) শুধু এই ওষুধটিকেই তাদের দেশে করোনা রোগীদের চিকিৎসায় ব্যবহারের অনুমোদন দিয়েছে।

রেমডিসিভির ইনজেকশন হিসেবে ৫-১০ দিনের মেয়াদে দেওয়া হয়। ইতিমধ্যে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস এই ওষুধটি উৎপাদনের জন্য কাজ করে যাচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ‘নিনাভির ব্র্যান্ড নামে এই ওষুধটি দ্রুততম সময়ের মাঝেই বাংলাদেশের মানুষ হাতে পাবেন বলে আশা করছি। এর সাথে এই ওষুধটির পর্যাপ্ত পরিমাণ সরবরাহও নিশ্চিত করা হবে। প্রতিটি ইনজেকশনের মূল্য রাখা হয়েছে ৫ হাজার টাকা।’

‘‘বাংলাদেশ সরকারের কার্যকর পদক্ষেপের কারণে এই ওষুধটি দ্রুততম সময়ের মধ্যে নিয়ে আসা সম্ভব হচ্ছে। পাশাপাশি এই ওষুধটি যেনো শুধুমাত্র করোনারোগীরা পান তাও বাংলাদেশ ওষুধ প্রশাসন অধিদপ্তরের মাধ্যমে সরকার সংরক্ষণের ব্যবস্থা করেছেন।’’

ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস প্রথম থেকেই কোভিড-১৯ রোগীদের জন্য যে ওষুধগুলো সফলতা দেখিয়েছে যেমন-হাইড্রক্সিক্লোরোকুইন ও ফ্যাভিপিরাভির সেগুলো দ্রুততম সময়ের মধ্যে নিয়ে এসেছে। আর এই ওষুধগুলো যাতে বাংলাদেশের মানুষ পায়, সেজন্য এর রপ্তানিও বন্ধ রাখা হয়েছে।

/আরএম

Related Articles

Leave a Reply

Close
Close