স্বাস্থ্য

করোনার যে ভ্যাকসিন আগে আসেবে, সেটাই ট্রাই করবে বাংলাদেশ

ঢাকা অর্থনীতি ডেস্ক: ‘বাংলাদেশ যাতে তাড়াতাড়ি করোনার ভ্যাকসিন পায়, সেই বিষয়ে চেষ্টা করছে স্বাস্থ্য মন্ত্রণালয়। অক্সফোর্ডের ভ্যাকসিনসহ যেটা আগে আসে সেটাই ট্রাই করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আব্দুল মান্নান।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে করোনার ভ্যাক্সিন সংক্রান্ত বিষয় নিয়ে একটি সভা শেষে সচিব জানান, ‘সাইনো ভ্যাক’ তাদের ভ্যাকসিনের থার্ড ফেস ট্রায়াল আইসিসিডিডিআরবির মাধ্যমে বাংলাদেশে করতে চায়। তারা এখানকার কর্মরত স্বাস্থ্য কর্মীদের উপর ট্রায়াল করতে চায়। এ বিষয়ে পরীক্ষা-নিরীক্ষা করে সিদ্ধান্ত জানানো হবে।

এসময় স্বাস্থ্য সচিব জানান, এর বাইরে মার্কিন যুক্তরাষ্ট্রের মর্ডানা, গ্যাভির ভ্যাকসিন বাংলাদেশে আনার চেষ্টা করা হচ্ছে।

Related Articles

Leave a Reply

Close
Close