আমদানি-রপ্তানীশিল্প-বানিজ্য

বাংলাবান্ধা স্থলবন্দরে ৬ দিন আমদানি-রফতানি বন্ধ

ঢাকা অর্থনীতি ডেস্কঃ সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গোৎসব উপলক্ষে পঞ্চগড়ের চতুর্দেশীয় বন্দর (বাংলাদেশ, ভারত, নেপাল ও ভূটান) বাংলাবান্ধা স্থলবন্দরে ছয়দিন আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ থাকবে।

বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেন পঞ্চগড় আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি মেহেদী হাসান খান বাবালা।

তিনি জানান, সাপ্তাহিক ছুটিসহ আগামী ২৩ অক্টোবর (শুক্রবার) থেকে ২৮ অক্টোবর (বুধবার) পর্যন্ত শারদীয় দুর্গোৎসব উপলক্ষে টানা ছয়দিনে স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি বাণিজ্য কার্যক্রম বন্ধ থাকবে। পরে ২৯ অক্টোবর (বৃহস্পতিবার) সকাল থেকে স্থলবন্দরে আমদানি-রফতানি কার্যক্রম ফের শুরু হবে। তবে এ সময়ে বন্দরে সরকারি কার্যক্রম স্বাভাবিক থাকবে।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close