আমদানি-রপ্তানীপ্রধান শিরোনামশিল্প-বানিজ্য

বেনাপোলে আমদানি-রফতানি বন্ধ

ঢাকা অর্থনীতি ডেস্কঃ ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে বেনাপোল ও পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ রয়েছে।

মঙ্গলবার সকাল থেকে দিনভর আমদানি-রফতানি বন্ধ থাকবে বলে জানিয়েছেন বেনাপোল বন্দরের ভারপ্রাপ্ত পরিচালক আব্দুল জলিল।

ভারতের পেট্রাপোল সিঅ্যান্ডএফ স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্ত্তিক চক্রবর্তী জানান, মঙ্গলবার ভারতের প্রজাতন্ত্র দিবসের সরকারি ছুটি থাকায় এ পথে কোনো আমদানি-রফতানি হবে না। আগামীকাল বুধবার সকাল থেকে পুনরায় আমদানি-রফতানি কার্যক্রম স্বাভাবিকভাবে চলবে।

আমদানি বন্ধ থাকলেও বেনাপোল কাস্টমস ও বন্দরে কাজকর্ম স্বাভাবিক রয়েছে। এছাড়া করোনা প্রতিরোধ শর্ত মেনে পাসপোর্ট যাত্রীদের যাতায়াতও চালু রয়েছে।

বেনাপোল ইমিগ্রেশন ওসি আহসান হাবিব জানান, বন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ থাকলেও দুই দেশের মধ্যে করোনা প্রতিরোধ শর্ত মেনে পাসপোর্টধারী যাত্রীরা যাতায়াত করছেন।

এদিকে আমদানি-রফতানি বন্ধ থাকায় দুই দেশের সীমান্তে শত শত পণ্যবাহী ট্রাক আটক পড়েছে। এসব আমদানি পণ্যের মধ্যে শিল্প কারখানার কাঁচামাল, তৈরি পোশাক, কেমিক্যাল ও বিভিন্ন ধরনের খাদ্য রয়েছে। রফতানি পণ্যের মধ্যে রয়েছে পাট ও পাটজাত দ্রব্য এবং মাছ।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close