দেশজুড়েপ্রধান শিরোনাম
রাজধানী ছাড়ার হিড়িক, পণ্যবাহী ট্রাকেও ছুটছে ঘরমুখো মানুষ
নিজস্ব প্রতিবেদকঃ সর্বাত্মক লকডাউনের খবরে রাজধানী ছাড়ার হিড়িক পড়েছে। পণ্যবাহী ট্রাকেও ছুটছে ঘরমুখো মানুষ। পাটুরিয়া-দৌলতদিয়া ও শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটেও যাত্রী ও যানবাহনের চাপ। মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। এতে বাড়ছে করোনা সংক্রমণের ঝুঁকি।
গণপরিবহন বন্ধ থাকায় যে যেভাবে পারছেন, ছুটছেন বাড়ির পথে। স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করে পাটুরিয়া ঘাটে ঘরমুখো মানুষের ঢল। ঢাকা-আরিচা মহাসড়কের বিশাল অংশ জুড়ে রয়েছে যানবাহনের দীর্ঘ সারি।
যাত্রীদের দাবি, সর্বাত্মক লকডাউনে রাজধানীতে থাকার মতো সামর্থ্য নেই অনেকের। তাই অনেকটা বাধ্য হয়েই অতিরিক্ত ভাড়া দিয়ে ট্রাক-প্রাইভেটকারসহ বিভিন্ন ছোট-বড় যানবাহনে করে ঘাটে যাচ্ছেন তারা।
গাবতলী থেকে এক ঘরমুখী এক ব্যাক্তি বলেন, ‘লকডাউনের কারণে তাড়াহুড়ো করে বাড়িতে চলে যাচ্ছি। পরে আবার গাড়ি চলবে না। বাড়িতেও যেতে পারব না।
মাস্ক না পরা কিংবা সামাজিক দূরত্ব না মানায় নানা অজুহাত তাদের।
এছাড়া মহাসড়কগুলোতেও রয়েছে যানবাহনের চাপ। ট্রাক, সিএনজি, অটোরিক্সাসহ বিভিন্ন যানবাহনে করে বাড়ি ফিরছেন অনেকে।
/এন এইচ