ধামরাইপ্রধান শিরোনামস্থানীয় সংবাদ

ধামরাইয়ে ৯ বছর পর পলাতক ফাঁসির আসামী গ্রেফতার

ধামরাই প্রতিবেদক: ধামরাইয়ে চৌহাট থেকে প্রায় ৯ বছর ধরে পলাতক ফাঁসির দন্ডপ্রাপ্ত আব্দুর রশিদ নামে এক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। পরে তাকে থানা থেকে প্রিজন ভ্যানে করে আদালতে পাঠানো হয়।

বুধবার (২৬ মে) ভোরে তাকে ধামরাইয়ের চৌহাট এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আব্দুর রশিদ চৌহাটের মৃত আবদুল হামিদের ছেলে।

এ বিষয়ে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুর রহমান জানান, ২০১২ সালের ৬ মার্চ ধামরাই উপজেলার চৌহাট ইউনিয়ন পরিষদ নির্বাচন পরবর্তী সহিংসতায় সাবেক সেনা সদস্য নাজমুল ইসলাম পান্নু হত্যাকান্ডের শিকার হয়। তখন নিহতের স্ত্রী হাসু বেগম বাদী হয়ে মামলা দায়ের করেন। পরে পুলিশ তদন্ত শেষে ১৫ জনের নামে অভিযোগপত্র দেয়। পরে ২০১৪ সালে দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪ আদালত আব্দুর রশিদকে ফাঁসি ও ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম মোকছেদ, বিপ্লব, আসাদ, রাজন, মনির ও গ্রামপুলিশ সিদ্দিকুর রহমানকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। মামলার অপর আসামিদের খালাস দেয়া হয়েছে।

এরমধ্যে ফাঁসির আসামী আব্দুর রশিদ ও যাবজ্জীবন দণ্ডাদেশ পাওয়া বিপ্লব ও রাজন পতালক ছিলেন। মামলার অন্যান্য আসামীরা জেলহাজতে রয়েছেন।

Related Articles

Leave a Reply

Close
Close