খেলাধুলা

আরব আমিরাতে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ

ঢাকা অর্থনীতি ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসর। ভারত হওয়ার কথা থাকলেও, দেশটির করোনা পরিস্থিতি বিবেচনায় বিকল্প এই ভেন্যু বাছাই করা হয়েছে বলে জানিয়েছে ক্রিকইনফো। আগামী ১৭ অক্টোবর থেকে মাঠে গড়াবে আইসিসির এই আসর।

আনুষ্ঠানিক ঘোষণা না আসলেও ইএসপিএন জানিয়েছে, আইপিএল ফাইনালের পর টি-টোয়েন্টি বিশ্বকাপ মাঠে গড়াবে। করোনার কারণে মাঝপথে থেমে গেছে এবারের আইপিএল। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে আরব আমিরাতে টুর্নামেন্টের দ্বিতীয়পর্ব শুরু হওয়ার কথা রয়েছে।

১৬ দলের টুর্নামেন্টের টি-টোয়েন্টি বিশ্বকাপে রয়েছে বাছাইপর্ব। যেখানে ৮ দলের মাঝে দুই গ্রুপে ১২টি ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রতি গ্রুপ থেকে সেরা দুইটি করে দল খেলবে মূল আসরে।

টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে পিছিয়ে থাকায় বাংলাদেশকে এই বাছাইপর্ব খেলতে হবে। সেখানে বাংলাদেশ ছাড়াও আরও খেলবে শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস, স্কটল্যান্ড, নামিবিয়া, ওমান এবং পাপুয়া নিউগিনি।

Related Articles

Leave a Reply

Close
Close