বিশ্বজুড়ে

উত্তর কোরিয়া সফরে যেতে আগ্রহী পুতিন

ঢাকা অর্থনীতি ডেস্ক: রোববার (২১ জানুয়ারি) উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম কেসিএনএ জানিয়েছে, শিগগিরই উত্তর কোরিয়া সফরে যেতে আগ্রহী রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। খবর রয়টার্সের।

দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম কেসিএনএ জানায়, সম্প্রতি পররাষ্ট্রমন্ত্রী চো সুন হুইয়ের রাশিয়া সফরে রুশ প্রেসিডেন্টকে এ আমন্ত্রণ জানানো হয়। সেটি গ্রহণও করেন রুশ প্রেসিডেন্ট। এ সময় তিনি উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনকে ধন্যবাদও জানান তিনি।

এক সপ্তাহ আগে রাশিয়া সফরের যান উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী। এ সময় ইউক্রেন ইস্যুতে রাশিয়াকে সমর্থন জানানোয় উত্তর কোরিয়ার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন পুতিন। এছাড়া, কোরীয় উপদ্বীপে যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রদের উস্কানিমূলক আচরণে উদ্বেগও জানান তিনি।

উল্লেখ্য, গত দুই দশকেরও বেশি সময়ের মধ্যে এটি হবে উত্তর কোরিয়ায় রুশ প্রেসিডেন্টের প্রথম সফর।

/এএস

Related Articles

Leave a Reply

Close
Close