দেশজুড়ে

জন্মের পরই দুধ দিচ্ছে বাছুর

ঢাকা অর্থনীতি ডেস্ক: বাচ্চা প্রসবের পর গাভী দুধ দেবে এটাই স্বাভাবিক, কিন্তু জন্মের চল্লিশ দিন পর থেকেই যদি দুধ দিতে থাকে শাবক, নিশ্চয়ই অবাক হওয়ার কথা।

এমন আশ্চর্যজনক ঘটনা ঘটেছে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কিশামত সর্বানন্দ ইউনিয়নে। খবরটি ছড়িয়ে যাওয়ার পর আশেপাশের বিভিন্ন এলাকা থেকে মানুষ এসে ভিড় করছেন কৃষক আফসার আলীর বাড়িতে।

একজন স্থানীয় বলেন, ‘৪০ দিনের বকনা বাছুর দুধ দেয়, লোকমুখে এমন খবর শুনে ছুটে এসেছি। এসে দেখি ঘটনা সত্য। এমন ঘটনা জীবনে প্রথম দেখলাম।‘

বিদেশি জাতের এই গাভির প্রজনন থেকে ভূমিষ্ঠ ৪০ দিন বয়সী বকনা বাছুরটি দৈনিক আধা লিটার করে দুধ দিচ্ছে।

গত ২৫শে সেপ্টেম্বর সকালে আফছার আলী দেখতে পান বাছুরটির ওলান ফোলা। তিনি বুঝতে পারেন বাচুরটির ওলানে দুধ জমেছে। তিনি তাৎক্ষণিকভাবে ওলান থেকে দুধ সংগ্রহ করার চেষ্টা করলে সফল হন।

প্রথম দুইদিন এক পোয়া করে দুধ পেলেও বর্তমানে পাচ্ছেন আধা লিটার। কখনো দুধ সংগ্রহের পরিমাণ দাঁড়িযেছে তিন পোয়া।

এ বিষয়ে আফসার আলী বলেন, ‘আমি ছোটবেলা থেকেই গরু লালন-পালন করি। কখনো বাছুর ছাড়া এভাবে গরুকে দুধ দিতে দেখিনি। প্রতিদিন একবেলা করে দুধ সংগ্রহ করছি। দুধ সংগ্রহ না করলে বাছুরটির ওলান ফুলে শক্ত হয়ে যায়। গরুর সুস্থতার জন্য এভাবে দুধ সংগ্রহ করছি।’

চাষাবাদ ও গরু লালন-পালন করেই সংসার চলে আফসার আলীর। লালিত গাভীর বকনা বাছুরের ওলান থেকে দুধ সংগ্রহ করা দেখতে অনেকেই ভিড় করেছেন তার বাড়িতে। বিষয়টি তিনি বেশ উপভোগ করছেন এখন।

Related Articles

Leave a Reply

Close
Close