আশুলিয়াস্থানীয় সংবাদস্বাস্থ্য

জাতীয় স্মৃতিসৌধে ছাত্রদল ও ড্যাবের আয়োজনে বিনামূল্যে স্বাস্থ্যসেবা

নিজস্ব প্রতিবেদকঃ ছাত্রদল শুনলে এলার্জি হয়? এলার্জি তো হবেই। কারণ এই দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ জনপ্রিয় ছাত্র সংগঠন হচ্ছে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। আপনাদের এলার্জি দূর করার জন্য আমাদের ছাত্রদল মানবিক কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি ডাঃ তৌহিদুর রহমান আউয়াল।

রোববার (২৬ জানুয়ারি) বিকাল ৫ টার দিকে সাভারে জাতীয় স্মৃতিসৌধের সামনে জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত বিনামূল্যে স্বাস্থ্যসেবার আয়োজনে প্রধান অতিথির বক্তব্য দেয়ার সময় এ কথা বলেন তিনি। গণস্বাস্থ্য মেডিকেল কলেজ ছাত্রদল এবং গণস্বাস্থ্য মেডিকেল কলেজ ড্যাব এই আয়োজনে করে।

ডাঃ তৌহিদুর রহমান আউয়াল বলেন, আপনারা বইপত্রে আবু সাঈদের কথা বলেন, মুগ্ধের কথা বলেন সকলেই আমাদের ভাই। সকলকে আমরা এপ্রিশিয়েট করব। আমাদের ছাত্রদলের ওয়াসিম আকরামের কথা তো আপনারা বলেন না। সে ছাত্রদলের প্রথম শহীদ। এবং এই বৈষম্য বিরোধী বলেন আর ২৪ এর গণ অভ্যুত্থান বলেন, সেই আন্দোলনের দ্বিতীয় শহীদ ছিল। আপনারা কেন এখন বৈষম্য করেন? ভালো লাগেনা? ছাত্রদল শুনলে এলার্জি হয়? এলার্জি তো হবেই। কারণ এই দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ জনপ্রিয় ছাত্র সংগঠন হচ্ছে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। আপনাদের এলার্জি দূর করার জন্য আমাদের ছাত্রদল মানবিক কাজ করে যাচ্ছে। সেই লক্ষ্যেই আজকে ড্যাব ও গণস্বাস্থ্য মেডিকেল কলেজ ছাত্রদলের আয়োজনে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে।

তিনি আরও বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আমাদের এক বোন আমাদের আপোসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলাকারী ছাত্রলীগের ভাইস প্রেসিডেন্টকে ছাড়াতে গিয়েছে। তারা কি তাদেরকে ভুলে গিয়েছে? যে হাসিনা খারাপ, ছাত্রলীগ খারাপ, আওয়ামীলীগ খারাপ! তারা যে এই দেশে নিষিদ্ধ! তারা মনে হয় ভুলে গেছেন। তারা অত্যন্ত আবেগে শিশুসুলভ আচরণ করছেন। কিন্তু আমরা তো আমাদের ভাইদের রক্তের সাথে বেঈমানি করতে পারবোনা। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ১৪৬ জন ভাই শহীদ। তাদের রক্তের সাথে কি আপনারা বেঈমানি করতে পারবেন? শুধু ছাত্রদল না, সারা বাংলাদেশে আরও প্রায় দুই হাজারের মত শহীদ হয়েছেন। আপনারা তাদের রক্তের সাথে কিভাবে বেঈমানি করেন!

এ আয়োজনে প্রায় দুই শতাধিক সেবাপ্রত্যাশীকে চিকিৎসাপত্র প্রদান করা হয় এবং সে অনুযায়ী বিনামূল্যে ওষুধ দেয়া হয়। এ আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি তমিজ উদ্দিন, সাধারণ সম্পাদক মাহফুজ ইকবাল।

এ আয়োজনের সভাপতিত্ব করেন ঢাকা জেলা ড্যাব এর সাধারণ সম্পাদক আসাদউল্লাহ আহমেদ দুলাল এবং সঞ্চালনায় করেন গণস্বাস্থ্য মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডাঃ শাকিল মাহমুদ। এসময় আরো উপস্থিত ছিলেন মেডিকেল কলেজ ছাত্রদল এর নেতা নিয়াজ মাখদুম রাফি, সুলতান মাহমুদ, ফাহিম শাহারিয়ার, লাবিব আকন্দ, শাহ নেওয়াজ প্রমুখ।

Related Articles

Leave a Reply

Close
Close