দেশজুড়ে

শসা ক্ষেতে গরু ঢোকা নিয়ে দুইপক্ষের সংঘর্ষ; নিহত ১, আহত ১৫

ঢাকা অর্থনীতি ডেস্ক: নেত্রকোনায় শসা ক্ষেতে গরু ঢোকাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আবুল বাশার নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এসময় উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন।

সোমবার (০৪ মে ) দুপুরে জেলার পুর্বধলা উপজেলার বারহা পশ্চিম পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর ৫ জনকে আটক করেছে পুলিশ।

ঘটনাস্থল পরিদর্শন করে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোর্শেদা খাতুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উভয় পক্ষরই ৫ জনকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ চলছে।

পুলিশসূত্রে জানা গেছে, সকালে মঞ্জুরুল হকের শসার ক্ষেতে পার্শ্ববর্তী ফজল মিয়ার গরু প্রবেশকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে ঝগড়া বাধে। এরই ধারাবাহিকতায় দুই পক্ষ লাঠিসোটা নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। তাদের মধ্যে জমির মালিক মঞ্জুরুল হকের ভাতিজা আবুল বাশার (৩৫) কে ময়মনসিংহ মেডিকেলে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে নিহতের খবর পেয়ে গরুর মালিকের বাড়িতে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালায় নিহতের স্বজনরা। এতে নওয়াব আলী ও তার ভাই এয়াকুব আলীর বাড়ি-ঘর ভাঙচুরসহ ব্যাপক ক্ষতি করে এবং ওই বাড়ি থেকে ২২টি গরু নিয়ে আসে বলে অভিযোগ করে নিহতের স্বজনদের বিরুদ্ধে।

Related Articles

Leave a Reply

Close
Close