দেশজুড়ে

নারায়ণগঞ্জে ডিবি পুলিশ পরিচয় গরুভর্তি ট্রাক ছিনতাই

ঢাকা অর্থনীতি ডেস্ক: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার টিপুরদী এলাকায় ডিবি পুলিশ পরিচয়ে গরুভর্তি ট্রাক ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। শুক্রবার (১০ জানুয়ারি) রাত ১টার দিকে ওই ট্রাক ছিনতাইয়ের ঘটনা ঘটে।

জানা যায়, সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার চামারখুন্ড গ্রামের সামসুল হকের ছেলে রবিউল ইসলাম ঢাকা মেট্টো-ট-১৫৪৫১১ একটি ট্রাকে করে ৩৭টি গরু নিয়ে চট্টগ্রাম যাওয়ার উদ্দ্যেশ্যে বৃহস্পতিবার (০৯ই জানুয়ারি) বিকেলে রওনা হন।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের টিপুরদী পৌঁছালে ডিবি পুলিশ পরিচয়ে ট্রাকটি গতিরোধ করে চালক শাহ আলম ও হেলপার ফরিদুল ইসলামকে অস্ত্রের মুখে জিম্মি করে ট্রাকটি ছিনিয়ে নিয়ে যায়।

পরে ট্রাকটি মাওয়া এলাকায় পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। এ ঘটনায় গরুর মালিক রবিউল ইসলাম বাদী হয়ে সোনারগাঁ থানায় মামলা দায়ের করেন।

রবিউল ইসলাম জানান, বৃহস্পতিবার (০৯ই জানুয়ারি) বিকেলে ৩০ লাখ টাকার মূল্যের ৩৭টি গরুভর্তি করে চট্টগ্রামের উদ্দ্যেশ্যে রওনা হয়ে টিপুরদী এলাকায় আসার পর রাত ১টার দিকে ট্রাকটি ডিবি পুলিশ পরিচয়ে গতিরোধ করে। পরে ট্রাক চালক শাহ আলম ও হেলপার ফরিদুল ইসলামকে অস্ত্রের মুখে জিম্মি করে নিয়ে ঢাকার দিকে পালিয়ে যায়।

সোনারগাঁ থানার ওসি মনিরুজ্জামান বলেন, এ বিষয়ে মামলা নেওয়া হয়েছে। ছিনতাই হওয়া গরুগুলো উদ্ধারের জন্য পুলিশের কয়েকটি টিম কাজ করছে।

/এএস

Related Articles

Leave a Reply

Close
Close