আশুলিয়াস্থানীয় সংবাদ

৫ম ধাপের ইউ.পি নির্বাচনে জনপ্রিয়তার শীর্ষে মেম্বার প্রার্থী নজরুল

মোঃ আনোয়ার সুলতান: এটা কোন গল্প নয় তবে গল্পের মত এক বাস্তব চিত্র। এবার আশুলিয়া থানার শিমুলিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী নজরুল পারভেজ শিমুল জনপ্রিয়তার শীর্ষে এগিয়ে।

আসন্ন ৫ম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে আশুলিয়ার ১নং শিমুলিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডে মোট মেম্বার প্রার্থী রয়েছেন ৪জন। এদের মধ্যে এগিয়ে রয়েছেন আশুলিয়া থানার শিমুলিয়া ইউনিয়নের আওয়ামী সেচ্ছাসেবকলীগের সভাপতি ও ৪নং ওয়ার্ড মেম্বার ফুটবল মার্কা মনোনীত প্রার্থী নজরুল পারভেজ শিমুল।

৫ম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে জনপ্রিয়তার শীর্ষে আছেন তিনি। নজরুল বলেন, আমি ছোট বেলা থেকেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে বুকে পোষণ করি। আমি বঙ্গবন্ধুকে দেখিনি, দেখেছি সাধারণ গরীব মানুষদের প্রতি তার ভালোবাসা। শুনেছি ১৯৭১ সালের সেই ভাষণ যা আমার হৃদয়ে রক্ত ক্ষরণ হয়। আমি সেই গরীবের বন্ধু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ থেকেই আজকে আমি বাংলাদেশ আওয়ামী লীগে যোগদান করি। এটা আমার ছোট বেলা থেকেই ইচ্ছে ছিল বড় হয়ে আমিও একদিন আওয়ামী লীগের রাজনীতি করবো। আজ আমি একজন রাজনৈতিক নেতা।

তিনি আরও বলেন, ছেলে বেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান এর ভাষন শুনেই রাজনীতিতে মনোনিবেশ করি। জাতির পিতার আদর্শ থেকে একটুও বিচ্যুত হইনি। সারাজীবন এই আদর্শকে বুকে লালন করে রাজনৈতিক ও সামাজিক কর্মকান্ডে নিজেকে নিয়োজিত রাখতে চাই। বর্তমানে তিনি নিজেকে ব্যস্ত রাখছেন রাজনৈতিক ও সমাজসেবা মূলক কাজে।

স্থানীয়রা জানান, নজরুলের জনপ্রিয়তা। তারা বলেন, নজরুলের মতো একজন সৎ সাহসী আদর্শবান সৈনিক রাজনীতিতে অত্যন্ত প্রয়োজন। আমরা এলাকাবাসী নজরুলের পাশে সেই স্কুল রাজনীতি সময় থেকেই ছিলাম আর সব সময় থাকবো। আমরা এলাকাবাসী চাই নজরুল ভাই আমাদের পাড়াগ্রাম নৌহাটি এলাকার ৪নং ওয়ার্ড মেম্বার পদে নির্বাচিত হোক। আমরা তাকে সব ধরনের সাহায্য সহযোগিতা করবো। তার মতো একজন রাজনৈতিক নেতা আমাদের গ্রামে মেম্বার হলে এলাকার উন্নয়ন সুনিশ্চিত। তিনি নির্বাচন করতে চাননি, তবে আমরা এলাকাবাসী সহমত জানালে সেই সুবাদে সাধারণ জনগনের কথা চিনতা করেই তিনি ৫ম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন করতে রাজি হয়েছেন। তবে আমাদের বিশ্বাস নজরুল ভাই বিপুল ভোটে জয়ী হবেন।

স্থানীয় এক ব্যক্তি তার প্রতি সম্মান দেখিয়ে বলেন, আমাদের নজরুল ভাই এমন রাজনীতি করেন যিনি প্রায় ১৭ বছর রাজনীতি জীবনে কোনো টাকার পাহাড় গড়েননি। যেটা গড়েছেন সেটা হলো সাধারণ জনগনের ভালোবাসা। আজ সেই ভালোবাসার জন্যই জনপ্রিয়তার শীর্ষে আওয়ামী লীগের এই নেতা। তিনি শুধু আওয়ামীলীগের রাজনীতি করেন না, তার সাথে পাড়াগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতির দায়িত্ব পেয়ে বিদ্যালয়ে পড়ালেখার মান বৃদ্ধি পায়। এলাকায় সেরা প্রাথমিক বিদ্যালয় হয় পাড়াগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়।

গ্রামের পরিবার থেকে উঠে আসা এই নেতা রাজনীতিতে এতটা সফলতা পায়নি, যেটুকু তার প্রাপ্য ছিল। চার ভায়ের মধ্যে তিনি ৩য়। বর্তমানে বড় ভাই রফিকুল ইসলাম সফল ব্যবসায়ী, তার ছোট ভাই ইমরান হোসাইন ভাল একটি কোম্পানীতে চাকুরী করেন। সবচেয়ে ছোট ভাই সোহেল রানা মাস্টার্স পাশ করে বর্তমানে একটি প্রাইভেট কলেজে শিক্ষক হিসেবে কর্মরত আছেন। তবে তার স্বপ্ন সরকারি বড় কোন পদে তিনি চাকরি করবেন। চার ভাইই খুব মেধাবী। ছেলে বেলায় তাদের বাবাকে হারিছেন। বেচে থাকা আর টিকে থাকার যুদ্ধে সংগ্রাম করেছেন তাদের মা, বড় ভাই। আজ সবাই সফলতার পথে তবে সুখের দিনের নাগাল পেলেও উপভোগ করতে পারেননি তাদের মমতাময়ী মা।
নজরুল কিছুদিন আগে সাংসারিক হন। তাদের দাম্পত্য জীবনে এক পুত্র সন্তান রয়েছেন।

উল্লেখ্য, আসন্ন ৫ম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডে মোট মেম্বার প্রার্থী রয়েছেন ৪জন। মোট ভোটার সংখ্যা রয়েছেন ৩৪৪০ জন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছে ১৭৬২ জন এবং মহিলা ভোটার রয়েছে ১৬৭৪ জন।

Related Articles

Leave a Reply

Close
Close