দেশজুড়ে

ইউক্রেনে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে গাজীপুরের তাইয়েব

ঢাকা অর্থনীতি ডেস্ক: এ বছরই বাবা-মাসহ পরিবারের সঙ্গে বাংলাদেশে আসার কথা ছিল বাংলাদেশি বংশোদ্ভূত ইউক্রেনের নাগরিক মোহাম্মেদ তাইয়েবের। কিন্তু রাশিয়ার অভিযান শুরু হওয়ায় দেশরক্ষায় যুদ্ধে যেতে হয়েছে তাকে। এতে উৎকণ্ঠায় বিশ্ববিদ্যালয়পড়ুয়া ছেলের পরিবার।

কিয়েভ থেকে বিয়ে সূত্রে ইউক্রেন নাগরিক তায়েবের বাবা প্রায়ই ভিডিও বার্তা পাঠিয়ে বলছেন, যুদ্ধ যন্ত্রণায় পর্যাপ্ত খাবার না পেয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন।

কিয়েভ শহরে বসবাসরত হাবিবুর রহমান পড়েছেন যুদ্ধ পরিস্থিতে। নানা কৌশলে রাশিয়ার সৈন্যদের প্রতিহত ও বর্তমান অবস্থা জানিয়ে ভিডিও বার্তা পাঠাচ্ছেন তার স্বজনদের কাছে গাজীপুরে।

তিন দশক আগে ইউক্রেনে পাড়ি জমান গাজীপুরের কাপাসিয়ার ব্যবসায়ী হাবিবুর রহমান। এরপর দেশটির এক নারীকে বিয়ে করে পরিবার নিয়ে ভালোই ছিলেন তিনি। কিন্তু রাশিয়ার সামরিক অভিযানের পর বিপর্যস্ত এখন। তার বিশ্ববিদ্যালয়পড়ুয়া ছেলে মোহাম্মেদ তাইয়েবকে দেশ রক্ষায় যেতে হয়েছে যুদ্ধে। এতে দুশ্চিন্তায় পরিবার। সে সঙ্গে রুশ হামলায় অনেকটা ভেঙে পড়া রাজধানী কিয়েভে পর্যাপ্ত খাবার না পাওয়া, মাটির নিচে লুকিয়ে থেকেই কাটছে তাদের নির্ঘুম সময়। ইউক্রেনের এমন সব যুদ্ধের ভয়াবহতা তিন হাজার মাইল দূরের বাংলাদেশেও উৎকণ্ঠার তাপ ছড়িয়েছে।

স্বজনরা জানান, ও (তাইয়েব) বাংকার থেকে যুদ্ধ চালিয়ে যাচ্ছেন।

উল্লেখ্য, ১৯৯৮ সালে ইউক্রেনে এলেনা নামের এক নারীকে বিয়ে করে সংসার পাতেন হাবিবুর রহমান। দুই ছেলে ও স্ত্রী নিয়ে সেখানেই বসবাস করছেন তিনি।

/এএস

Related Articles

Leave a Reply

Close
Close