আশুলিয়াপ্রধান শিরোনামসাভারস্থানীয় সংবাদ

সাভার আশুলিয়ায় গোয়েন্দা পুলিশের অভিযান, গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদক: ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অভিযানে ৩ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে তাদের আদালতে পাঠানো হয়। এর আগে শনিবার রাতে আশুলিয়া ও সাভার থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হল, সাভারের ইমান্দিপুর এলাকার মৃত লোকমান হোসেনের ছেলে মোঃ ইকবাল হোসেন(৪৫), সাভারের মজিদপুর এলাকার মৃত রহিজ উদ্দিনের ছেলে রিপন মিয়া(৪৬)। সাভারের পাকিজা গার্মেন্টস এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৫০ গ্রাম হেরোইন উদ্ধার করে জব্দ করা হয়।

এছাড়া পৃথক অভিযানে আশুলিয়ার জিরানী টেঙ্গুরী এলাকায় ইয়াবাসহ আরেক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছেন এসআই সহিদুল ইসলাম। গ্রেপ্তারকৃত হল, টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার মোঃ জিয়ারত হোসেনের ছেলে জিসান ইসলাম শিবলু (২৪)। তার কাছ থেকে ২০০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে।

ঢাকা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্তাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ৩ আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সাভার থানা ও আশুলিয়া থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে। দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে। মাদক নির্মূল করতে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করে আসছি।

/আরএম

Related Articles

Leave a Reply

Close
Close