করোনাপ্রধান শিরোনামবিশ্বজুড়ে

করোনাকে জয় করলেন শতবর্ষী নারী

ঢাকা অর্থনীতি ডেস্কঃ ইন্দোনেশিয়ায় করোনা ভাইরাসে আক্রান্ত কামথিম নামের এক শতবর্ষী নারী সুস্থ হয়েছেন। দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর সুরাবায়ার একটি হাসপাতালে এক মাস চিকিৎসা নেয়ার পর গত সপ্তাহে সুস্থ হওয়ার ছাড়পত্র পান তিনি। পূর্ব জাভার মেয়র কফিফাহ ইনদার পরাওয়ানসা বলেন, করোনা ভাইরাসকে পরাজিত করা কামথিম বাসিন্দাদের মনোবল বাড়িয়ে দিয়েছেন। মারাত্বক রোগ নিয়ে করোনাভাইরাস মুক্ত হয়েছেন। তাই বয়স্ক আক্রান্তদের জন্য তিনি সাহসের প্রতীক।

তিনি আরো বলেন, ১৯২০ সালে জন্ম নেয়া ওই নারী করোনাভাইরাস থেকে বেঁচে ফেরায় অন্যান্যরা বাঁচার অনুপ্রেরণা পাবেন। এর আগে করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। তখন পরীক্ষায় করোনাভাইরাসে সংক্রমিত হওয়ার বিষয়টি ধরা পড়ে।করোনাভাইরাস থেকে শাশুড়িকে মুক্ত করতে নিয়ম ও ধৈর্য্যের সঙ্গে চেষ্টা চালিয়ে যান শতবর্ষী কামথিমের পুত্রবধূ সিথি আমেনাহ।

পুত্রবধূ বলেন, প্রতিদিন সেবিকাদের কাছ থেকে শাশুড়ির অবস্থার খোঁজ রাখি। তারা শাশুড়ির শক্তি ও পরিশ্রমের প্রশংসা করেন। নিয়মিত ওষুধ সেবন করেছেন তিনি। ভালো হতে নিজেই অনুপ্রাণিত হয়েছিলেন শাশুড়ি। তবে বাড়িতে কিভাবে করোনাভাইরাস ছড়ালো তা বলতে পারেননি পুত্রবধূ আমেনাহ। তিনি বলেন, শাশুড়ি কখনই বাড়ির বাইরে যাননি। প্রতিবেশীরাই আমাদের বাড়িতে এসেছিলেন।

ইন্দোনেশিয়ায় করোনাভাইরাস সংক্রমিত হয়ে এক হাজার ৬১৩ জনের মৃত্যু হয়েছে। আর আক্রান্ত হয়েছেন ২৬ হাজারের বেশি। সূত্রঃ স্ট্রেইটস টাইমস

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close