দেশজুড়েপ্রধান শিরোনাম

ধর্ষণের হাত থেকে বাঁচতে ২য় তলা থেকে তরুণীর লাফ

ঢাকা অর্থনীতি ডেস্ক: টাঙ্গাইলে ধর্ষণের হাত থেকে বাঁচতে, এক তরুণীর দোতলা থেকে লাফিয়ে পরে গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় করা মামলায়, এক নারীকে গ্রেফতার করা হলেও পলাতক রয়েছে প্রধান অভিযুক্ত। আসামিকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্বজনরা।

স্বজনরা জানান, কয়েকদিন আগে যুগবানী নামে একটি এনজিওর এরিয়া ম্যানেজার তানজিরুল ইসলাম জীবনের সঙ্গে পরিচয় হয় ওই তরুণীর। এসময় নিজেকে এশিয়া ব্যাংকের বড় কর্মকর্তা হিসেবে ভুয়া পরিচয় দেয় সে। গত ২৬ মে চাকুরি দেয়ার কথা বলে ওই মেয়েকে পাকুল্লায় অফিসে ডেকে নেয় সে। এ সময় এক নারী কর্মীর সহায়তায় মেয়েটিকে ধর্ষণের চেষ্টা চালায় জীবন। নিজেকে বাঁচাতে ঐ তরুণী দোতলার বারান্দা থেকে নিচে লাফ দেয়।

স্থানীয়রা গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে জামুর্কী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে পাঠানো হয়।

ভুক্তভোগী জানান, ‘যখন আমি বুঝতে পারি, ছেলেটির উদ্দেশ্য খারাপ তখন আমি আত্মরক্ষার্থে ছোটাছুটি করি কোথা থেকে বের হতে পারবো। তখন আমি ওই বারান্দা দেখি, এবং সেই একটা রাস্তাই ছিল, তাই সেখান থেকেই লাফ দেই।’

কুমুদিনী হাসপাতাল মেডিকেল অফিসার ডা. প্রত্যয় বরুয়া বলেন, ‘মেরুদণ্ডে ফ্র্যাকচার পেয়েছি এবং তার ডান পায়ে কাটা ছিল সেটা চিকিৎসা করেছি।’

এ ঘটনায় নির্যাতিতার মা বাদী হয়ে, মঙ্গলবার বিকেলে মির্জাপুর থানায় দু’জনের বিরুদ্ধে মামলা করেন। পরে অভিযান চালিয়ে জীবনকে সহায়তাকারী আফিয়া বেগমকে গ্রেফতার করা হয়।

উপ-পরিদর্শক আব্দুস সামাদ বলেন, ‘জীবনের সঙ্গে যে সহায়তাকারী মহিলা ছিল তাকে আমরা গ্রেপ্তার করেছি। জীবনকেও আশা করছি দ্রুত ধরতে পারবো।’

Related Articles

Leave a Reply

Close
Close