বিশ্বজুড়ে

শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর পদত্যাগ

ঢাকা অর্থনীতি ডেস্ক: বিক্ষোভের মুখে পদত্যাগ করেছেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে। সোমবার (০৯ মে) দুপুরে স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে এমনটি জানিয়েছে ভারতীয় সংবাদ সংস্থা এএনআই।

শুক্রবার দেশটির প্রেসিডেন্ট গোতবায়া রাজাপাকসের সঙ্গে এক বিশেষ বৈঠকের পর এমন ঘোষণা আসল। বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি সামাল দেয়ার জন্য প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসেকে সরে যেতে অনুরোধ করেন প্রেসিডেন্ট।

শুধু প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসের পদত্যাগই নয়, প্রেসিডেন্ট দেশের সকল রাজনৈতিক দলকে পার্লামেন্টে ডেকে সব দলের সমন্বয়ে নতুন মন্ত্রীসভা গঠন করার আহ্বানও জানাবেন বলে ধারণা করা হচ্ছে।

দেশজুড়ে চলমান বিক্ষোভের কারণে ফের কারফিউ জারি করা হয়েছে। এর মধ্যেই তার পদত্যাগের খবর সামনে এলো। রাজধানী কলম্বো এবং দেশের অন্যান্য শহরে সরকারপন্থি লোকজনের সঙ্গে সরকারবিরোধীদের সংঘর্ষ চলছে। সরকারবিরোধী এই বিক্ষোভ দিন দিন আরও জোরালো হওয়ায় গোতাবায়া রাজাপাকসে সরকারের শীর্ষ নেতাদের পদত্যাগের চাপ বাড়তে শুরু করে।

Related Articles

Leave a Reply

Close
Close