বিনোদন

তামিল, তেলেগু ও কন্নড় ভাষায় ‘দাবাং-থ্রি’

ঢাকা অর্থনীতি ডেস্কঃ বলিউড সুপারস্টার সালমান খান অভিনীত সিনেমা দাবাং-থ্রি মুক্তি পেয়েছে শুক্রবার (২০ ডিসেম্বর)। এছাড়া হিন্দির পাশাপাশি তামিল, তেলেগু ও কন্নড় ভাষায় এই সিনেমা মুক্তি পাচ্ছে। তবে সিনেমার পাইরেসি নিয়ে চিন্তিত নন সালমান।

এই অভিনেতা বলেন, এই ফ্র্যাঞ্চাইজির প্রতি দর্শকরা অনেক ভালোবাসা দেখিয়েছে। সুতরাং, আমি পাইরেসির ব্যাপারে চিন্তিত নই। প্রেক্ষাগৃহে গিয়েই আমার সিনেমা দেখবেন। হিন্দি সিনেমার দর্শকরা সবসময়ই দক্ষিণী কনটেন্টের প্রতি তাদের ভালোবাসা দেখিয়ে আসছেন। আমার ধারণা দক্ষিণের দর্শকরাও একই কাজ করবেন।

সিনেমায় জনপ্রিয় চরিত্র চুলবুল পান্ডে হয়ে আবারো হাজির হচ্ছেন এই অভিনেতা। সালমান খান বলেন, জনপ্রিয় চরিত্র ও ফ্র্যাঞ্চাইজিতে কাজ করা মোটেও সহজ নয়। পাশাপাশি ফ্র্যাঞ্চাইজির মানও বজায় রাখতে হয়। তবে আনন্দের বিষয় হলো— এই ফ্র্যাঞ্চাইজির আগের দুই সিনেমা দর্শক দেখেছে এবং ভালোভাবে গ্রহণ করেছে।

২০১০ সালে মুক্তি পায় সিরিজের প্রথম সিনেমা। পরিচালনা করেন অভিনব কাশ্যব। এর পর মুক্তি পায় দাবাং-টু। এটি পরিচালনা করেন আরবাজ খান। এবার দাবাং-থ্রি পরিচালনা করেছেন প্রভুদেবা। ফ্র্যাঞ্চাইজির আগের দুই সিনেমার মতো এবারো থাকছেন সোনাক্ষী সিনহা। এই সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখতে চলেছেন নির্মাতা-অভিনেতা মহেশ মাঞ্জরেকরের মেয়ে সাঈ। আরো অভিনয় করছেন— আরবাজ খান, মাহি গিল, পঙ্কজ ত্রিপাঠি প্রমুখ।

/এএস

Related Articles

Leave a Reply

Close
Close