সাভারস্থানীয় সংবাদ

সাভারে করোনায় আক্রান্ত বেড়ে ১৩৫, সুস্থ ১৭ জন

নিজস্ব প্রতিবেদক: সাভারে গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ১৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে সাভারে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৩৫ জনে।

শুক্রবার (১৫ মে) বিকেলে  সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, করোনা ভাইরাস শনাক্তকরণের জন্য গত বৃহস্পতিবার ৬৮ জনের নমুনা সংগ্রহ করে সাভারের প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের (বিএলআরআই) ল্যাবে পাঠানো হয়েছিল। পরীক্ষা করে গতকাল বৃহস্পতিবার ১৩ জনের করোনা ‘পজেটিভ’ পাওয়া যায়।

এদিকে ধামরাই থেকে গত বৃহস্পতিবার একই ল্যাবে ৭৪ জনের নমুনা পাঠানো হয়েছিল। এর মধ্যে এক জনের করোনা ‘পজেটিভ’ পাওয়া যায়।

ভারপ্রাপ্ত সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাজমুল হুদা মিঠু বলেন, সভারে গত বৃহস্পতিবার পর্যন্ত ৯৮০ জনের নমুনা পরীক্ষা করে ১৩৫ জনের করোনা ‘পজেটিভ’ পাওয়া যায়। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৭ জন। হোম আইসোলেশনে চিকিৎসাধীন আছেন সাত জন এবং মারা গেছেন দুই জন। বাকিরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

Related Articles

Leave a Reply

Close
Close