জীবন-যাপনদেশজুড়ে

আগামী সপ্তাহে শীত আরও জেঁকে বসবে

ঢাকা অর্থনীতি ডেস্ক: সারা দেশে শীত আরও জেঁকে বসবে। আগামী সপ্তাহে শীত আরও বাড়বে। আর এ সপ্তাহজুড়ে কুয়াশা ও হালকা শীত থাকবে। এ খবর দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদ আবদুল মান্নান জানান, বাংলাদেশের অভ্যন্তরে ঠান্ডা বাতাস প্রবেশ করতে শুরু করেছে। আগামী সপ্তাহের শুরুর দিকে তাপমাত্রা কমে আসতে পারে, ফলে শীত বাড়তে পারে।

এদিকে আজ বুধবার (০৯ ডিসেম্বর) মধ্যরাত থেকে কাল বৃহস্পতিবার সকাল পর্যন্ত মাঝারি ও ঘন কুয়াশা থাকতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে।
গত ২৪ ঘণ্টায় (সকাল ৬টা পর্যন্ত) দেশের কোথাও বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি। এ সময় সর্বনিম্ন তাপমাত্রা ছিল কুড়িগ্রামের রাজারহাটে ১২ দশমিক ৪ ডিগ্রি। আর সর্বোচ্চ তাপমাত্রা ছিল পটুয়াখালীর খেপুপাড়ায় ২৯ ডিগ্রি।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলাসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকবে। তবে মেঘলা আকাশ স্থায়ী হবে না। এ সময় দিনে ও রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে।

Related Articles

Leave a Reply

Close
Close