বিশ্বজুড়ে

তিন তালাক দিলেই তিন বছরের জেল

ঢাকা অর্থনীতি ডেস্কঃ ভারতের নিম্নকক্ষ লোকসভায় পাসের পর এবার রাজসভায়ও পাস হলো বহুল আলোচিত তিন তালাক বিল।

মঙ্গলবার (৩০ জুলাই) ক্ষমতাসীন বিজেপির সংখ্যাগরিষ্ঠতা না থাকা সত্ত্বেও ৯৯-৮৪ ভোটে পাস হয় বিলটি। ফলে, এখন থেকে তিন তালাককে ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করা হবে গোটা ভারতে। এমনকি, চিঠিতে বা মুঠোফোনে তিন তালাক লিখে খুদে বার্তা পাঠালেও, সেটি অপরাধ হিসেবে বিবেচিত হবে।

আর এভাবে বিবাহবিচ্ছেদ ঘটানোর অপরাধে সংশ্লিষ্ট ব্যক্তির তিন বছরের কারাদণ্ডের বিধান রাখা হয়েছে। এর আগে, বিরোধীদলগুলোর বিরোধিতা সত্তেও নিম্নকক্ষে কণ্ঠভোটে পাস হয় তিন তালাক বিল।

এমনকি, বিলটির বিরোধিতায় সেসময় লোকসভা থেকে ওয়াকআউটও করেন কংগ্রেসসহ বিভিন্ন বিরোধী দলের সদস্যরা। মঙ্গলবারও, বিরোধীদল এ বিলের বিরোধিতা করলেও, শেষ পর্যন্ত উচ্চকক্ষ রাজ্যসভায় পাস হয় বিলটি।

এর আগে, ২০১৭ সালে সবশেষ পার্লামেন্টে তোলা হয়েছিল তিন তালাক বিল। সেসময়ও, নিম্নকক্ষে পাস হলেও উচ্চকক্ষে আটকে গিয়েছিল বিলটি।

Related Articles

Leave a Reply

Close
Close