বিশ্বজুড়ে

টাইফুনের আঘাতে ফিলিপাইনে নিহত ১৬

ঢাকা অর্থনীতি ডেস্কঃ  ফিলিপাইনের মধ্যাঞ্চলে আঘাত হানা টাইফুনে কমপক্ষে ১৬ জনের মৃত্যু হয়েছে।

দেশটির দুযোর্গ সংস্থার কর্মকর্তারা জানিয়েছেন, বুধবার (২৫ ডিসেম্বর) ফিলিপাইনজুড়ে ঘণ্টায় ১৯৫ কিলোমিটার (১২০ মাইল) বাতাসের সঙ্গে টাইফুন ফ্যানফোনের আঘাতে ঘরের ছাদ উড়ে যায়, বৈদ্যুতিক পোস্টগুলো ভেঙে পড়ে।বেশ কিছু এলাকায় ইন্টারনেট ও মোবাইল নেটওয়ার্ক পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গেছে। ফলে বৃহস্পতিবার সকালেও ক্ষতির সম্পূর্ণ পরিসংখ্যান পাওয়া সম্ভব হয়নি।

অনেক এলাকায় ফেরিসহ অন্য পরিসেবা স্থগিত করা হয়েছে, তা এখনও পুরোপুরি সচল হয়নি।

দেশটির দুর্যোগ সংস্থার কর্মকর্তারা দেশটির কেন্দ্রীয় তৃতীয় ভিসায়াস এলাকায় অন্তত ১৬ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।এ ছাড়া টাইফুন ফ্যানফোন কালিবোর এলাকায় অবস্থিত বিমানবন্দরটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।দুর্যোগে আটকেপড়া কোরিয়ায় পর্যটক জঙ্গ বাইং জুন ইনস্টাগ্রামে জানান, টাইফুনের আঘাতে এলাকাটি খুবই ক্ষতিগ্রস্ত হয়েছে।

গাছপালা পড়ে রাস্তাগুলো অবরুদ্ধ হয়ে আছে। সেগুলো সরিয়ে যান চলাচলের উপযোগী করার চেষ্টা করছে কর্তৃপক্ষ।বিমানবন্দরটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় সব ফ্লাইট বাতিল করা হয়েছে। সেখানে অনেক যাত্রী আটকা পড়ে হতাশা প্রকাশ করছে।

/এনএ

Related Articles

Leave a Reply

Close
Close