বিশ্বজুড়ে

সমুদ্রপথে পাকিস্তানের হামলার আশঙ্কায় ভারতে সর্বোচ্চ সতর্কতা

ঢাকা অর্থনীতি ডেস্কঃ সমুদ্রপথে ভারতে হামলার ছক করছে পাকিস্তানের জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ। এমনকি এই পরিকল্পনা বাস্তবায়িত করতে জঙ্গিদের প্রশিক্ষণও দিচ্ছে এর ‘আন্ডারওয়াটার উইং’। এ নিয়ে সর্বোচ্চ সতর্কতায় রয়েছে ভারত। দেশটির গোয়েন্দাদের কাছে বিশেষ সূত্রে এই খবর এসেছে বলে জানান ভারতীয় নৌবাহিনী প্রধান অ্যাডমির‌্যাল করমবীর সিং। খবর জি নিউজের।

গতকাল সোমবার পুনেতে ভারতীয় নৌবাহিনী প্রধান বলেন, গোয়েন্দা সূত্রে আমরা খবর পেয়েছি, জইশ-ই-মহম্মদের আন্ডারওয়াটার উইং ভারতে হামলা চালানোর জন্য কয়েকজনকে প্রশিক্ষণ দিচ্ছে। আমরা গোটা বিষয়টির দিকে নজর রাখছি। যে কোনও ধরনের হামলার পরিকল্পনা ব্যর্থ করতে ভারতীয় নৌবাহিনী সজাগ দৃষ্টি রাখছে।

‘ভারতে সাবমেরিন হামলার চক্রান্ত করছে জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ। সমুদ্রপথ দিয়ে যে কোনও ধরনের অনুপ্রবেশের ঘটনা রুখতে উপকূলের নিরাপত্তার দায়িত্বে থাকা সংস্থাগুলোও সতর্ক রয়েছে বলে জানান, অ্যাডমির‌্যাল করমবীর সিং। পাশাপাশি তিনি আশ্বাস দেন, যে কোনও ধরনের সন্ত্রাসবাদী হামলাকে রুখতে তৈরি ভারতীয় নৌবাহিনী।

/আরএম

Related Articles

Leave a Reply

Close
Close