দেশজুড়েপ্রধান শিরোনাম

অনলাইন পত্রিকা মনিটরিংয়ের ব্যবস্থা রয়েছে- সংসদে তথ্যমন্ত্রী

ঢাকা অর্থনীতি ডেস্কঃ দেশের অনলাইন পত্রিকার কার্যক্রম মনিটরিংয়ের ব্যবস্থা রয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

গতকাল সোমবার জাতীয় সংসদের প্রশ্নোত্তরে সরকারি দলের দিদারুল আলমের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী এ তথ্য জানান। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপিত হয়।

তথ্যমন্ত্রী আরও বলেন, অনলাইন পত্রিকার কার্যক্রম মনিটরিংয়ের জন্য তথ্য অধিদপ্তর গুজব প্রতিরোধ ও অবহিতকরণ সেল এবং গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ভুয়া বা বিকৃত খবর (ফেইক নিউজ) মনিটরিং ও এর সত্যতা যাচাই-বাছাইয়ের জন্য দুটি কমিটি কাজ করছে।

/আরএম

Related Articles

Leave a Reply

Close
Close