স্বাস্থ্য

অনিয়ম সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর

ঢাকা অর্থনীতি ডেস্ক: স্বাস্থ্য খাতে কোনো ধরনের অনিয়ম, অবহেলা সহ্য করা হবে না। স্বাস্থ্য খাতে অনিয়ম পাওয়া গেলেই ব্যবস্থা নেয়া হবে। পাশাপাশি চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যু হলে, সে বিষয় নজরে রাখা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।

শুক্রবার (১৯ জানুয়ারি) সকালে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের লোকনাথ ব্রহ্মচারী আশ্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

রোগীর স্বজনদের উদ্দেশে স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, তাদেরকেও সচেতন হতে হবে যেন তারা কোনো ধরনের বিশৃঙ্খলা না করেন।

তিনি আরও জানান, প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্যসেবা উন্নত করাই প্রধান লক্ষ্য। তাতে রাজধানী ও বিভাগীয় শহরে চাপ কমবে।

সারাদেশে অগ্নিকাণ্ডে পোড়া বেশিরভাগ রোগীকে চিকিৎসার জন্য ঢাকায় নিতে হয় উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেন, প্রতিটি জেলায় সরকারের বার্ন ইউনিট করার পরিকল্পনা আছে।

/এএস

Related Articles

Leave a Reply

Close
Close