দেশজুড়ে

অপপ্রচারকারীদের শাস্তির দাবি করেন মিন্নি

ঢাকা অর্থনীতি ডেস্কঃ বরগুনার রিফাত শরীফকে কুপিয়ে হত্যার ঘটনার মামলায় অভিযুক্ত আসামিদের আড়াল করতে তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন রিফাতের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নি।

রোববার (১৪ জুলাই) নিজ বাড়িতে তাকে গ্রেফতারের দাবিতে শ্বশুর দুলাল শরীফের করা সংবাদ সম্মেলনের পরিপ্রেক্ষিতে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

গতকাল শনিবার (১৩ জুলাই) সংবাদ সম্মেলন করে রিফাতের বাবা দুলাল শরীফ বলেন, তার ছেলে হত্যার ঘটনায় পুত্রবধূ মিন্নির ইন্ধন রয়েছে।

তবে শ্বশুরের এ দাবিকে ভিত্তিহীন উল্লেখ করে পাল্টা সংবাদ সম্মেলন করে মিন্নি বলেন, প্রকৃত আসামিদের আড়াল করতেই আমার বিরুদ্ধে এসব অভিযোগ তোলা হচ্ছে। আমার শ্বশুর অসুস্থ। তিনি কখন কী বলেন তার কোনো ঠিক নেই।

মিন্নি আরও বলেন, আমার শ্বশুরকে দিয়ে কোনো মহল স্বার্থ হাসিল করার জন্য আমাকে পেচিয়ে মামলাটি হালকা করার চেষ্টা করছে। যাতে আসামিরা ছাড়া পেয়ে যেতে পারে। আর আমার যদি নয়নের সঙ্গে বিয়েই হবে তবে যখন রিফাতের সঙ্গে বিয়ে হয়েছিল তখন নয়ন কেনো বাধা দেয়নি।

এ সময় অপপ্রচারকারীদের আইনের আওতায় এনে শাস্তির দাবি করেন মিন্নি।

এরআগে, আজ  রোববার সকাল ১০টায় বরগুনা প্রেসক্লাব চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে নিহত রিফাত শরীফের বাবা দুলাল শরীফ উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Close
Close