দেশজুড়েপ্রধান শিরোনাম

অপরাধ কমাতে ড্রোন দিয়ে সুন্দরবন মনিটরিংয়ের পরিকল্পনা

ঢাকা অর্থনীতি ডেস্কঃ অপরাধ কমাতে ড্রোন দিয়ে সুন্দরবন মনিটরিংয়ের পরিকল্পনা করছে বন বিভাগ। এছাড়া, লোকালয়ে বাঘ ঢোকা ঠেকাতে বনের পাশে নেট দিয়ে বেড়া দেয়ার উদ্যোগও নেয়া হয়েছে। এরইমধ্যে সুন্দরবনের ভারতীয় অংশে এ দুটি পদক্ষেপ নিয়েছে সেই দেশের বন বিভাগ। যাতে সুফলও মিলেছে।

 

গাছ কাটা, নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরা এমনকি রয়েল বেঙ্গল টাইগার শিকার এরকম নানা  অপরাধ চলে আসছে সুন্দরবনে। রয়েছে বনদস্যুদের তৎপরতাও।

 

এসব অপরাধ দমনে টহলের পাশাপাশি ড্রোন দিয়ে সুন্দরবন মনিটরিংয়ের পরিকল্পনা করছে বন বিভাগ। ড্রোন পরিচালনায় কর্মীদের দেয়া হবে প্রশক্ষণ।

 

এছাড়া, মাঝেমধ্যেই খাবারের খোঁজে লোকালয়ে চলে আসে বাঘ। পরিসংখ্যার বলছে, গেলো দুই দশকে এমন ১৪টি বাঘ পিটিয়ে হত্যা করেছে গ্রামবাসী। এ কারণে লোকালয় সংলগ্ন এলাকাগুলোয় বেড়া দেয়ার উদ্যোগও নিয়েছে বন বিভাগ।

 

সুন্দরবনের ভারত অংশে এ ধরনের উদ্যোগ নিয়ে এরইমধ্যে সফলতা পাওয়া গেছে।

Related Articles

Leave a Reply

Close
Close