প্রধান শিরোনামশিক্ষা-সাহিত্য

অমীমাংসিত জাবির আলোচনা, ভিসির পদত্যাগ চাইলেন আন্দোলনকারীরা

জাবি প্রতিবেদক:  জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষক শিক্ষার্থীদের সাথে অমীমাংসিত ভাবে শেষ হয়েছে আলোচনা বিশ্ববিদ্যালয় প্রশাসেনর।  আজ বুধবার ( ১৮.০৯.১৯)  বিকেল সাড়ে ৪ টার থেকে সাড়ে ৭টা পযন্ত দীঘ তিন ঘন্টা নতুন রেজিষ্ট্রার ভবনের হলরুমে চলে এ আলোচনা।

আলোচনা শেষে উপাচার্য ড. ফারজানা ইসলাম সাংবাদিকদের বলেন, আলোচনার ২য় দাবীটি নিয়ে আন্দোলনরত শিক্ষক-শিক্ষাথীরা পদত্যাগের দাবি করেন। তারা যে দাবি তুলছেন তা শুধু ওদের দাবি, যদি বিশ্ববিদ্যালয়ের সবাই মনে করে তবে সেটি ভিন্ন প্রশ্ন। তবেই পদত্যাগ নিয়ে ভাবতে হবে। এসময় নিজেকে পরিচ্ছন্ন প্রমাণিত করতে তদন্তের অঅহবান জানান ইউজিসির প্রতি।

অন্যদিকে আলোচনা শেষ করে নতুন কলা ভবনে গিয়ে সংবাদ সম্মেলন করেন আন্দোলনরত শিক্ষক শিক্ষার্থীরা। এসময় তারা ভিসির নৈতিকতার প্রশ্ন তুলে তার পদত্যাগ দাবি করেন। এছাড়াও ভর্তি পরিক্ষা চলাকালে প্রতিটি একাডেমিক ভবনে অবাঞ্চিত ঘোষণা করেন ভিসিকে। যদি আগামী ১ লা অক্টোবরের মধ্যে পদত্যাগ না করেন, তবে কঠোর আন্দোলনেরও হুশিয়ারী দেন আন্দোলকারীরা।

Related Articles

Leave a Reply

Close
Close