অন্যদিকে

অল্প বয়সে ধনী হওয়ার ৪ রাশি

ঢাকা অর্থনীতি ডেস্কঃ জীবন চলতে অর্থের প্রয়োজন রয়েছে। মানবজীনের প্রতিটি পদক্ষেপেই প্রয়োজন হয় অর্থের। ফলে মানুষকে অর্থের ওপর নির্ভরশীল থাকতে হয়। এজন্য মানুষকে রোজগার করতে হয়। কিন্তু জীবন চালানোর জন্য যে পরিমাণ অর্থের প্রয়োজন বহু মানুষ তার চেয়ে অনেক বেশি সম্পদের মালিক হন।

সম্পদ অর্জনের জন্য মানুষ চাকরি, ব্যবসা বা নানা পেশা বেছে নেন। কিন্তু কেউ সফল হন আবার অনেকের প্রত্যাশা পূরণ হয় না। কেউ খুব কম বয়সে ধনী হয়ে যান, অনেকে সারা জীবন চেষ্টা করেও ধনী হতে পারেন না।

ধনী হওয়ার নানা কারণ থাকতে পারে। তবে রাশিফল বিষয়টিকে ব্যাখ্যা করে অন্যভাবে। রাশিগুণে কেউ কেউ খুব কম বয়সে ধনী হতে পারেন বলে মত এই শাস্ত্রের। এমন কিছু রাশি আছে যারা খুব কম বা অল্প বয়েসেই প্রচুর ধনসম্পদের মালিক হন। তাঁদের জীবনে খুব একটা আর্থিক সমস্যাও দেখা দেয় না।

কর্কট রাশি:
কর্কট রাশি জাতক-জাতিকারা খুব পরিশ্রমী হন। এদের মধ্যে ছোট থেকেই অর্থ আয়ের তাগিদ থাকে, যার ফলে এরা অল্প বয়সেই প্রচুর ধনসম্পত্তির মালিক হন।

বৃষ রাশির:
বৃষ রাশির জাতক-জাতিকারা আর্থিক সমস্যা খুব একটা থাকে না। অল্প বয়সেই এরা বিপুল অর্থের মালিক হন। তবে তারা খুবই সুখী ও বিলাসী প্রকৃতির হন।

কুম্ভ রাশি:
কুম্ভ রাশির জাতক-জাতিকাদের জীবন খুব একটা সহজ হয় না। তাঁদের জীবনে প্রচুর বাধা-বিপত্তি থাকে। এরা অত্যন্ত ধর্ম পরায়ণ। অন্যায়ের বিরুদ্ধে সবসময় রুখে দাঁড়ান। কম বয়স থেকেই এদের অর্থের প্রতি আকর্ষণ থাকে। ছোট থেকেই এদের মধ্যে জীবনে সাফল্য অর্জনের তাগিদ থাকে। আর এই কারণে এরা অল্প কম বয়েসে প্রচুর অর্থের অধিকারী হয়ে ওঠেন।

সিংহ রাশি:
সিংহ রাশির জাতক-জাতিকারা অতিরিক্ত ব্যয় করা একদম পছন্দ করেন না। অল্প বয়স থেকেই এদের মধ্যে ধনসম্পত্তি জমানোর প্রবণতা লক্ষ্য করা যায়। স্বাভাবিকভাভেই এরা অল্প বয়সে ধনী হয়ে ওঠেন।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close