দেশজুড়ে

অসাধু মানুষ ফাঁদ পাতায় মারা পড়ছে অতিথি পাখি!

ঢাকা অর্থনীতি ডেস্ক: শীতের শুরুতেই মানিকগঞ্জের বিল, পুকুর ও নিচু এলাকা বালিহাঁস, লেঞ্জা হাঁস, গিরিয়া হাঁসসহ নানা জাতের অতিথি পাখির ভিড়ে মুখর। কিছু অসাধু মানুষ ফাঁদ পাতায় মারা পড়ছে বিভিন্ন ধরনের পাখি। প্রাণিসম্পদ অধিদপ্তরের দায়সারা জবাব হলেও পাখি রক্ষায় কঠোর অবস্থানে পুলিশ।

শীতের শুরুতে কলকাকলিতে মানিকগঞ্জের ঘিওর এবং দৌলতপুরের বিল ও পুকুরগুলো ভরে উঠেছে অতিথি পাখিতে। শীত যত বাড়ছে, অতিথি পাখি বালিহাঁস, লেঞ্জা হাঁস, ধূসর রাজহাঁসের সংখ্যা ততই বাড়ছে। এসব অতিথি পাখি দেখতে দূর-দূরান্ত থেকে ভিড় করছেন নানা শ্রেণিপেশার মানুষ।

অতিথি পাখি বৃদ্ধি পাওয়ায় একশ্রেণির অসাধু পাখি শিকারি জালসহ বিভিন্ন ফাঁদ ফেলে পাখি নিধন শুরু করেছে। এতে অতিথি পাখির পাশাপাশি হুমকির মুখে দেশীয় বিভিন্ন প্রজাতির পাখিও।

প্রকাশ্যে ফাঁদ পেতে পাখি শিকার করলেও স্থানীয় প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তা ডা. মো. হাবিবুল ইসলাম অন্যের কাঁধে দায় চাপান। তবে অতিথি পাখি সংরক্ষণসহ নিধনের বিষয়ে তৎপর রয়েছে পুলিশ।

মানিকগঞ্জ ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মহব্বাত খান বলেন, পাখি রক্ষায় কঠোর অবস্থানে রয়েছে পুলিশ।
মানিকগঞ্জের ঘিওর, দৌলতপুর ও শিবালয় উপজেলার ৫০টি বিল ও পুকুরে শত শত অতিথি পাখি শীতের শুরুতে এসেছে। প্রতিদিন বিলগুলোতে পাখির সংখ্যা আরও বাড়ছে।

Related Articles

Leave a Reply

Close
Close