ভ্রমন

অস্ট্রেলিয়ায় ভ্রমণ সতর্কতা জারি

ঢাকা অর্থনীতি ডেস্কঃ ভয়াবহ দাবানলের কারণে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যের বিভিন্ন স্থানে ভ্রমণ সতর্কতা জারি করা হয়েছে। সেখানে শতাধিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দমকল কর্মীরা আগুন নেভানোর আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

ক্রিসমাসে যারা ঘোরাঘুরির পরিকল্পনা করেছেন তাদের সতর্ক থাকার পরামর্শ দেয়া হয়েছে এবং আরও পরে ভ্রমণের আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। তাই এ সময় সবাইকে নিরাপদে অবস্থান করতে বলা হয়েছে।

শনিবার তিন রাজ্যে তাপমাত্রা বৃদ্ধি ও তীব্র গরম বাতাস বয়ে যাবে বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে। সিডনির তিন স্থানে ভয়াবহ অগ্নিকাণ্ড জরুরি অবস্থায় পৌঁছেছে।

নর্থ সাউথ ওয়েলসের প্রধান গ্লাডিস বেরেজিকলিয়ান বলেছেন, যেসব স্থানে আগুন জ্বলছে বা পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে আসেনি সেখানে লোকজনকে চলাফেরা না করার আহ্বান জানানো হচ্ছে।

নিউ সাউথ ওয়েলসে তাপমাত্রা ৪০ ডিগ্রিতে পৌঁছেছে। সেখানে বাতাসের আদ্রতা কম থাকায় এবং উচ্চ তাপমাত্রার কারণে প্রায় ১০ হাজার জরুরি সেবাদানকারী সদস্যকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রীতিমত যুদ্ধ করতে হচ্ছে।

নিউ সাউথ ওয়েলসের দমকল বিভাগের কর্মকর্তা শেন ফিজসিমনস বলেন, এখানকার পরিস্থিতি খুব ভয়াবহ। বিভিন্ন স্থানে আগুন জ্বলছে।

/এএস

Related Articles

Leave a Reply

Close
Close