দেশজুড়েপ্রধান শিরোনাম

আইইডিসিআরের নতুন পরিচালক হলেন ডা. তাহমিনা শিরীন

ঢাকা অর্থনীতি ডেস্কঃ রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) এর নতুন পরিচালক হিসেবে নিয়োগ পেলেন অধ্যাপক ডা. তাহমিনা শিরীন। এর আগে তিনি প্রতিষ্ঠানটির ভাইরোলজি বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

বুধবার (১৯ আগস্ট) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সারমিন সুলতানা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নিয়োগের কথা জানানো হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, এ নিয়োগ কার্যকর হবে আগামী ২০ আগস্ট থেকে।

ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে অধ্যাপক ডা. তাহমিনা শিরীন এমবিবিএস শেষ করেন। পরে তিনি এমফিল এবং পিএইচডি করেন। তিনি ২০১৩ সাল থেকে আইইডিসিআরে কর্মরত আছেন।

এর আগে, গত ১৩ আগস্ট আইইডিসিআরের বর্তমান পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরাকে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) হিসেবে নিয়োগ দিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় এবং সে বিষয়ে একটি প্রজ্ঞাপন দেওয়া স্বাস্থ্য মন্ত্রণালয় এর পক্ষ থেকে।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close