দেশজুড়েপ্রধান শিরোনাম

আগেই টিকিট বিক্রি হওয়ায় চালু আন্তঃনগর ট্রেন, বাকি সব বন্ধ

ঢাকা অর্থনীতি ডেস্কঃ করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সারাদেশে সকল লোকাল, কমিউটার ও মেইল ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ রেলওয়ে। মঙ্গলবার (২৪ মার্চ) সকালে রেলওয়ে বিভাগের অতিরিক্ত পরিচালক (অপারেশন) মিয়া জাহান এই তথ্য ঢাকা ট্রিবিউনকে নিশ্চিত করেন।

তিনি জানান, সোমবার দিবাগত মধ্যরাত থেকে এই নির্দেশ জারি করা হয়েছে এবং পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত বলবৎ থাকবে। বর্তমানে বাংলাদেশে এ ধরনের ২৫৭টি ট্রেন চালু আছে বলেও জানান তিনি।

মিয়া জাহান বলেন, ” বর্তমানে শুধু আন্তঃনগর সার্ভিসগুলো চালু রয়েছে। টিকিট আগেই বিক্রি হয়ে যাওয়াতে আন্তঃনগর এক্সপ্রেসগুলো এখনই বন্ধ করা হচ্ছে না।”

তিনি আরও বলেন, “আন্তঃনগর ট্রেন বন্ধের ব্যাপারে আজ (মঙ্গলবার) একটি সভায় সিদ্ধান্ত নেয়া হবে। তবে, বন্ধের সিদ্ধান্ত নেয়া হলে ২৬ মার্চ থেকে বন্ধ হবে আন্তঃনগর এক্সপ্রেস।”

/আরএম

Related Articles

Leave a Reply

Close
Close