শিল্প-বানিজ্য

আজ থেকে স্বর্ণের নতুন দাম কার্যকর

ঢাকা অর্থনীতি ডেস্কঃ মাত্র সাত দিনের ব্যবধানে দেশের বাজারে আবারো বাড়ল সব ধরণের স্বর্ণের দাম।

সোমবার (২৬ আগস্ট) গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাসুস) এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, স্বর্ণের দাম বাড়িয়ে বাসুসের নতুন দাম কার্যকর হবে আজ মঙ্গলবার (২৭ আগস্ট) থেকেই।

বৈশ্বিক অস্থিরতা ও ডলারের দরপতনের কারণে স্বর্ণের দাম ক্রমাগত ঊর্ধ্বমুখী থাকায় দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানায় সংগঠনটি। বাজুসের মূল্য তালিকায় ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৫৮ হাজার ২৮ টাকা, ২১ ক্যারেট ৫৫ হাজার ৬৯৫ টাকা ও ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ৫০ হাজার ৬শ ৮০ টাকা।

এ নিয়ে চলতি মাসেই চতুর্থবারের মতো বাড়ল স্বর্ণের দাম, যদিও অপরিবর্তিত রয়েছে রূপার দাম।

Related Articles

Leave a Reply

Close
Close