দেশজুড়েপ্রধান শিরোনাম

আজ বসছে পদ্মাসেতুর ৩৯তম স্প্যান

ঢাকা অর্থনীতি ডেস্কঃ আবহাওয়া অনুকূলে থাকলে আজ বসানো হবে পদ্মাসেতুর ৩৯তম স্প্যান। মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া প্রান্তে সেতুর ১০ ও ১১ নম্বর পিলারের ওপর ‘টু-ডি’ স্প্যানটি বসানো হবে। এতে সেতুর দৃশ্যমান হবে পাঁচ হাজার ৮৫০ মিটার।

এ তথ্য নিশ্চিত করে পদ্মাসেতুর প্রকৌশলী মো. হুমায়ুন কবির জানান, আজ সকালে মাওয়া কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে স্প্যানটি নিয়ে ভাসমান ক্রেন ‘তিয়ান-ই’ রওনা হবে। এরপর প্রকৌশলীরা স্প্যানটি নির্ধারিত পিলারের ওপর বসাবেন। এরপর বাকি থাকবে মাত্র দুইটি স্প্যান।

২০১৪ সালের ডিসেম্বরে পদ্মাসেতুর নির্মাণকাজ শুরু হয়। মূল সেতু নির্মাণের কাজ করছে চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি ও নদী শাসনের কাজ করছে দেশটির আরেকটি প্রতিষ্ঠান সিনো হাইড্রো কর্পোরেশন। ৬ দশমিক ১৫ কিলোমিটার দৈর্ঘ্যের দ্বিতল সেতুটি কংক্রিট ও স্টিল দিয়ে নির্মাণ করা হচ্ছে।

এর আগে, ২১ নভেম্বর ৩৮তম স্প্যান বসানো হয়। এতে দৃশ্যমান হয় সেতুর পাঁচ হাজার ৭০০ মিটার বা পৌনে ছয় কিলোমিটার।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close