দেশজুড়েপ্রধান শিরোনাম

আজ মধ্যরাত থেকে লকডাউন বসুন্ধরা আবাসিক এলাকা

ঢাকা অর্থনীতি ডেস্কঃ করোনা ভাইরাসের সংক্রমণ রোধে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা বৃহস্পতিবার রাত ১২টার পর থেকে লকডাউন করা হবে।

বুধবার রাতে আবাসিক এলাকার ভেতরে মাইকিং করে এ ঘোষণা দেয়া হয়েছে। এ লকডাউন কার্যকরে সিটি কর্পোরেশন, স্বাস্থ্য মন্ত্রণালয়, জেলা প্রশাসন, স্থানীয় থানা সমন্বিতভাবে কাজ করবে।

ভাটারা থানার ওসি মুকতারুজ্জামান এ তথ্য নিশ্চিত করে বলেন, রাজধানীজুড়ে এলাকাভিত্তিক লকডাউনের অংশ হিসেবে এই লকডাউনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, করোনা শনাক্তের হার যেসব এলাকায় বেশি সেসব এলাকা রেড জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে। পর্যায়ক্রমে রেড জোন এলাকাগুলো ভিন্নমাত্রার লকডাউন করার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।

গত ১৪ জুন স্বাস্থ্য অধিদফতর জোন ভিত্তিক লকডাউনে কিভাবে কাজ চলবে সেজন্য একটি গাইডলাইন প্রকাশ করেছে। গাইডলাইনে রেড জোন ঘোষণা করার পর সে এলাকায় কাজ কিভাবে চলবে তাও সেখানে উল্লেখ করা হয়েছে।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close